আলাপ:নারীত্ব

সাম্প্রতিক মন্তব্য: SANDIP BISWAS SANDY কর্তৃক ২ বছর পূর্বে "নারীত্ব নাকি ভুল ধারণা" অনুচ্ছেদে

নারীত্ব নাকি ভুল ধারণা সম্পাদনা

নারী নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। নারী এইরকম, নারী ঐরকম...। তবে নারীদের নিয়ে প্রচলিত ধারণাগুলো অনেকাংশে ভুল এবং সমাজ কতৃক চাপানো।

মানুষ ভাবে নারী দুর্বল, বুদ্ধিহীন ও পুরুষ থেকে ভিন্ন স্বভাব সম্পন্ন প্রাণী। তবে নারী যদি এসব ভুল ধারণা ও মানসিকতা দূর করতে পারে, সে পুরুষের চেয়েও এগিয়ে থাকে। পৃথিবীর প্রতিটা স্থানে নজর দিলে এর প্রমাণ পাওয়া যাবে।

কিন্তু নারী নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়।যেমন:- প্রথমেই নারীর পরিবার থেকে বাধা আসে। আমার এক প্রতিবেশী আছে যে তার মেধাবী মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায় না এটা বলে যে, মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে এত বেশি পড়াশোনার দরকার নেই। এছাড়া প্রতিটা পরিবার চায় তার মেয়ে সুশীল ও বাধ্য হোক নাহলে সমাজ খারাপ বলবে, বিয়ে দেওয়া যাবে না...। পরের জন্য নিজের জীবন খাঁচার গন্ডীতে বেঁধে রাখা অবোধ প্রাণীর পক্ষেই সম্ভব। আমাদের সমাজের নারীরা আজো এইসব প্রাণীর সমকক্ষ। তাদের মন, মানসিকতা, কর্ম ও সফলতা বৃদ্ধি করতে হলে তাদের নিজেদেরই প্রচেষ্টা করতে হবে। SANDIP BISWAS SANDY (আলাপ) ০৬:১৮, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"নারীত্ব" পাতায় ফেরত যান।