আলাপ:নাজনীন সুলতানা

সাম্প্রতিক মন্তব্য: Nhasive কর্তৃক ১২ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা সম্পাদনা

"ডেপুটি গভর্নর" কিন্তু ব্যাংকের শীর্ষ পদ নয়। প্রথম মহিলা ডেপুটি গভর্নর কতটুকু উল্লেখযোগ্য, তা নিয়ে প্রশ্ন তুলছি। কেউ না কেউ কোনো না কোনো প্রতিষ্ঠানে প্রথম মহিলা কর্মকর্ত্যা হিসাবে কাজ করেছেন। আমার স্কুলের ১৬০ বছরের ইতিহাসে দিবা শাখায় প্রথম মহিলা শিক্ষিকা হিসাবে একজন এসেছিলেন। তাঁকেও কি বিখ্যাত বলা যায়? পত্রিকায় লিখলেই বা নাম ছাপা হলেই কিন্তু কেউ বিশ্বকোষীয় হয়ে যান না। --রাগিব (আলাপ | অবদান) ০৭:১৫, ৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

রাগিব ভাই, ধন্যবাদ..উনি এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী হিসেবে নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এবার প্রথম নারী ডেপুটি গভর্নর হয়েছেন। যেহেতু বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক তাই আমি ভেবেছিলাম যে উনার নামে আর্টিকেলটি হতে পারে। তবে আপনি যদি মনে করে উল্লেখযোগ্যতা সমস্যা আছে মুছে দিবেন প্লিজ। --নুরুন্নবী হাছিব (আলাপ) ০৯:২২, ৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"নাজনীন সুলতানা" পাতায় ফেরত যান।