আলাপ:দেশি সারস/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: R1F4T কর্তৃক ৪ ঘণ্টা আগে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: R1F4T (আলাপ · অবদান) ০৬:৪৮, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@R1F4T আপনার পর্যালোচনাকৃত নিবন্ধে কিছু সমস্যা রয়েছে।যেমন:
  1. তথ্যসূত্রগুলো বাংলায় নেই।
  2. নিবন্ধে অনেকগুলো ইংরেজি শব্দ রয়েছে। এগুলো প্রতিবর্ণীকপ্রণ করতে হবে।
  3. অন্যান্য উৎস এবং বহিঃসংযোগ অনুচ্ছেদদয় পুরোপুরি ইংরেজি ভাষায় রয়েছে। এগুলো অনুবাদ করতে হবে।
দয়া করে এই সমস্যাগুলো সমাধান করে জানাবেন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:১৭, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ভুল গুলো ধরিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। -- R1F4T (আলাপ · অবদান) ১৩:০০, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

সম্পাদনা
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):  
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):  
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):  
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):  
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:   মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:১৭, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার সূচনাংশ

সম্পাদনা
 
দেশি সারস

দেশি সারস উড়তে সক্ষম পাখিদের মধ্যে সর্ববৃহৎ। এর উচ্চতা প্রায় ১.৮ মিটার বা ৫.৯ ফুট। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের বিচরণ, প্রায় ১৮ লক্ষ ৩০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। ১৮৫০ সালের তুলনায় এদের বর্তমান সংখ্যা ১০% থেকে ২.৫% পর্যন্ত কমে গেছে। ধূসর শরীর আর গাঢ় লাল মাথা মাথার জন্য এদের খুব সহজে এ অঞ্চলের অন্যসব সারস থেকে আলাদা করা যায়। অগভীর জলাশয় আর জলাভূমিতে এরা তৃণমূল, শল্ক, পোকামাকড়, চিংড়ি, ছোট স্তন্যপায়ী ও মাছ খুঁজে বেড়ায়। ভারতে দেশি সারস বৈবাহিক স্থায়ীত্বের প্রতীক। এরা খুবই এলাকাকাতর প্রাণী। প্রতিটি জোড়া নিজেদের জন্য একটি নির্দিষ্ট এলাকা তৈরি করে এবং সেই এলাকায় অনুপ্রবেশকারীকে সহ্য করে না। বর্ষাকাল এদের প্রজনন মৌসুম এবং এ সময়ে অগভীর পানিতে নলখাগড়া, জলজ উদ্ভিদ, ঘাস ইত্যাদি দিয়ে এরা প্রায় দুই মিটার ব্যাসবিশিষ্ট দ্বীপের মত বাসা তৈরি করে থাকে। (বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৬৬ --R1F4Tআলাপ ০৩:২১, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"দেশি সারস/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।