আলাপ:দিলীপ ট্রফি

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৪ বছর পূর্বে

দলীপ না দিলীপ? যাঁর নামে ট্রফি তাঁর নামের বানানটি হল Duleepsinhji। ট্রফির নামের ইংরেজি বানান Duleep Trophy। বাংলা সংবাদপত্রে দলীপ দেখি। হিন্দি উইকিপিডিয়ায় দিলীপ আছে। মারাঠি উইকিতে দুলীপ। দলীপ সিংহজী হিন্দি বা মারাঠিভাষী ছিলেন না। গুজরাটি উইকিতে এর কোনো উল্লেখ নেই। তবে সম্ভবত গুজরাটিতে বানানটি দলীপ। নইলে বাংলা কাগজে দলীপ লেখা হতো না। বিষয়টি দেখতে হবে। --অর্ণব দত্ত ০৪:১৯, ১৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা কাগজে কি দলীপ লেখা হয়? বাংলাদেশের পত্রপত্রিকাতে আমি তো এতদিন দিলীপ দেখেছি বলে মনে হয়। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:১৭, ১৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
পশ্চিমবঙ্গের পত্রপত্রিকায় অন্তত দলীপ লেখা হয়। অর্ণব দত্ত ১১:১১, ১৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
কোনো গুজরাটি সূত্র থেকে আসল বানানটা বের করার চেষ্টা করছি। ভাষাটা অন্তত পড়তে পারি। সুতরাং প্রতিবর্ণীকরণে অসুবিধা হবে না। --অর্ণব দত্ত ১১:১৫, ১৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
আমাদের কাগজগুলো ইউনিকোডেড নয়। আপাতত একটা বাংলা সূত্র পাওয়া গেল। [১] গুজরাটি উইকিপিডিয়া খুব একটা সমৃদ্ধ নয়। সেখানে কোনো সূত্র পাচ্ছি না। --অর্ণব দত্ত ১১:৪০, ১৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"দিলীপ ট্রফি" পাতায় ফেরত যান।