আলাপ:তিতাস নদী

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "স্বীয় দৃষ্টিভঙ্গী" অনুচ্ছেদে

স্বীয় দৃষ্টিভঙ্গী সম্পাদনা

বৃহৎ নদী হিসেবে পদ্মা, যমুনায় স্বল্পভূক্তি যেমন দুঃখজনক; ঠিক এর বিপরীতে তিতাস একটি নদীর নামকে উপলক্ষ্য করে এ সৃষ্ট লেখনীর জন্য কৃতজ্ঞতা স্রষ্টার দরবারে। আনুসাঙ্গিক তথ্য-উপাত্ত সংযোজনের মাধ্যমে এটি আরও প্রাণবন্ত হবে বিশ্বাস করি।

বাংলাদেশের নদ-নদী টেম্পলেটে বর্ণিত বিভাগওয়ারী নদীর ইংরেজী ভার্সনটি কোথায় রয়েছে, কেউ জানাবেন কি? - সুব্রত রায় (আলাপ) ১৬:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজী ভার্সনটি আমার জানা মতে নেই। আসলে নদীকে এই ভাবে কোনো একটি দেশে বাধা যায়? ইংরেজি উইকি হলে এটি টেমপ্লেট:বাংলাদেশের নদনদী এতোদিনে অপসারণ হয়ে যেত।

--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:২৮, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

জয়ন্তদার সাথে সম্পূর্ণ একমত নই। এমন অনেক নদী আছে, যেগুলো কোনো একটা দেশের ভৌগোলিক সীমানায় উৎপন্ন, আবার ঐ দেশের সীমানা থেকে না বেরিয়েই বিনাস, সেগুলোকে স্বাভাবিকভাবেই ঐ দেশের গন্ডিতে বাঁধা যায়। ইংরেজি উইকি থেকে সেক্ষেত্রে দেশভিত্তিক টেমপ্লেট বাদ দেয়ার প্রশ্নে আপত্তি আমি হলে তুলতাম। কেননা সাঙ্গু নদী, আরো অনেক নদীর মতো বাংলাদেশে উৎপন্ন, এবং বঙ্গোপসাগরে বিনাস (নিবন্ধের রেফারেন্স অন্তত তা-ই বলছে)। বাংলাদেশের সাথে যৌথ-নদী কমিশনে রয়েছে সর্বমোট ৫৭টি (ভারতের সাথে ৫৪টি, মিয়ানমারের সাথে ৩টি), অথচ আরো অনেক অনেক নদী রয়েছে বাংলাদেশে। উল্লেখ্য, ভারতের অনেক (৫৪টির বেশি) নদী বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, তবু ইংরেজি উইকিতে Lists of rivers of India নামে বিষয়শ্রেণী রয়েছে। কিন্তু, প্রশ্ন হচ্ছে যৌথনদীগুলোকে টেমপ্লেট:বাংলাদেশের নদনদী-তে বিভাগওয়ারী দেখানো সমীচীন হবে কি না।
সুব্রতদা, বাংলাপিডিয়ার এই নিবন্ধে স্থান-ওয়ারি নদীগুলোর নাম ইংরেজিতে পাবেন। এর চেয়ে বেশি এই মুহূর্তে সহায়তা করতে পারছি না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
"তিতাস নদী" পাতায় ফেরত যান।