আলাপ:তালপাতার সিপাই

সাম্প্রতিক মন্তব্য: Ferdous কর্তৃক ৬ বছর পূর্বে "আবিষ্কার স্থল" অনুচ্ছেদে

আবিষ্কার স্থল সম্পাদনা

তালপাতার সেপাই নামক পুতুলটি সমগ্র বাংলা জুড়ে বহুল প্রচলিত ছিলো। একটি নির্দিষ্ট অঞ্চল কিভাবে এর উৎস হিসেবে নির্ণীত হলো সেটা অবশ্যই যাচাইযোগ্য তথ্য উৎস দ্বারা নিশ্চিত হতে হবে। নিবন্ধের একটা স্থানে মদনমোহন নামক এক ব্যক্তির তালপাতার সেপাই নিয়ে নিরীক্ষার কথা বলা হয়েছে। কিন্তু তিনি কে বা তার গুরুত্ব সম্পর্কে কোন উল্লেখ নেই। বিশ্বকোষে মৌলিক গবেষণা জাত তথ্য অন্তর্ভুক্ত না করার অনুরোধ করছি। ফেরদৌস০১:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"তালপাতার সিপাই" পাতায় ফেরত যান।