আলাপ:তরিকত

সাম্প্রতিক মন্তব্য: হোসাইন মোহাম্মদ শিবলী কর্তৃক ১ বছর পূর্বে "তরিকা হলো পথ।" অনুচ্ছেদে

তরিকা একচন, তরিকত বহুবচন সম্পাদনা

একদম সহজ ব্যাখ্যায়, তরিকত একটি স্বতন্ত্র ইসলামী সূফি স্টেশন। এটি পার হতে তরিকা অনুসরণ করতে হয়। একত্র করার প্রয়োজনীয়তা নেই। আমরা বাংলা উইকিপিডিয়াতে ইংরেজি উইকিপিডিয়ার থেকে বেশী তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করবো এবং এভাবে শুধু হুবুহ অনুবাদ না করে দেশীয় লেখকের বই ও বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রিসার্চ পেপার অনুবাদ ও তথ্য নিয়ে সমৃদ্ধ করবো। Nazrul Islam Nahid Majumder (আলাপ) ১৮:১২, ১৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তরিকা হলো পথ। সম্পাদনা

যে অনুসারী যে স্টেশনে পৌঁছেছেন। সেই স্টেশন মাস্টার থেকে টিকিট বা ওজিফা নিয়ে গন্তব্যে পৌঁছার জন্য যে কাজ করে থাকেন তাকেই তরিকা বলে। হোসাইন মোহাম্মদ শিবলী (আলাপ) ১৫:৩১, ২৭ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"তরিকত" পাতায় ফেরত যান।