আলাপ:ঢালী

সাম্প্রতিক মন্তব্য: Dm Atiq Hasan কর্তৃক ৩ বছর পূর্বে "বিস্তারিত তথ্য দেওয়া" অনুচ্ছেদে
সম্পাদনা

Thinking about Monsboder system of Mughal Emperors Mahbub Hassan Dhali (আলাপ) ২৩:০১, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপমহাদেশে হিন্দু,মুসলিম ঢালী বিদ্যমান। হিন্দুদের মাঝে ক্ষত্রিয় রাই ঢালী। ধর্মান্তরিত ক্ষত্রিয়রা মুসলিম ঢালী হিসেবে ভুষিত হয়। যুগের পরিবর্তনে ইংরেজদের অধীনেও ওরা চাচাকরি করে। পরবর্তীতে জায়গীর সসম্পত্তি হারিয়ে এদের বংশ পরম্পরায় ইংরেজদের দালাল শ্রেণীর জমিদারদের লাঠিয়াল হিসেবেও খাটে কেউ কেউ। Mahbub Hassan Dhali (আলাপ) ২৩:১১, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বিস্তারিত তথ্য দেওয়া

সম্পাদনা

ওয়ান ম্যান আর্মি ছিলেন ঢাল বহনকারী (ঢালী)। ইউরোপে বেশিরভাগ স্কটল্যান্ড বা আয়ারল্যান্ড ঢালি এলিট যোদ্ধা যাকে নাইট বলা হয়। ঢাল বহনকারী সৈনিক বা যোদ্ধা ছিলেন অভিজাত। তবে উপমহাদেশের ঢালীরা অভিজাত যোদ্ধা ছিলেন। প্রাচীন সেনাবাহিনীতে আপনি ধনুবিদ, শৈলশিল্প, ঘোড়সওয়ার, প্রচুর বৈচিত্র খুঁজে যেগুলো ঢালীদের অবদান । মুঘলের যুগ যুগান্তকারী সম্পর্কিত ঢালীদের দ্বারা নির্মিত শীর্ষ রেজিমেন্টটি মোগল ইসম এর জাচেনিশ খাঁস কাউন্টির লোক এবং ইরানের শতাব্দীর শতাব্দীর দাসত্বের সাথে এসেছিল। এই রেজিমেন্টটি এম্পেরোর সবচেয়ে আনুগত্যের জন্য নির্মিত হয়েছিল। লর্ড মানসিং। Dm Atiq Hasan (আলাপ) ১৬:২২, ১৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"ঢালী" পাতায় ফেরত যান।