আলাপ:ড্রপবক্স

সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১১ বছর পূর্বে "সম্পাদনা সমস্যা" অনুচ্ছেদে

সম্পাদনা সমস্যা

সম্পাদনা

অনেকদিন পর উইকিতে হাত দিলাম। শুরু করলাম ড্রপবক্স দিয়ে। আপনাদের ফিডব্যাক কাম্য। আমি যে কয়টি সমস্যা পোহাচ্ছি, সেগুলো নিচে উল্লেখ করলাম:

ক. সম্পাদনা কিংবা আলোচনা বক্সে একটি যাচ্ছেতাই ফন্ট এসেছে। এটি কীভাবে বদলানো যায়? অন্য কোনো পাতায় কোনো সমস্যা হচ্ছে না।

খ. ইনফোবক্স ঠিকঠাকমতো বসাতে পারছি না। এতে আপনাদের সহায়তা লাগবে।

গ. একটি নির্দিষ্ট শব্দে [[]] চিহ্নটা বসাতে পারছি। কিন্তু এর সাথে যদি র-এর যুক্ত থাকে তাহলে সেটিতে ভুক্তি নির্দেশের জন্য কীভাবে [[]] বসাবো? উদাহরণস্বরূপ, যুক্তরাজ্য শব্দটিতে এই কাজটা সহজে করা যাচ্ছে। কিন্তু যদি শব্দটা থাকে যুক্তরাজ্যের যেটা প্রকৃতপক্ষে যুক্তরাজ্য ভুক্তিকে নির্দেশ করবে।

ঘ. রেফারেন্সের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখতে পাচ্ছি। এগুলো কীভাবে ঠিক করা যায় জানি না।

-- উপর্যুক্ত বিষয়গুলো ছাড়াও এই অর্ধসমাপ্ত ভুক্তিটিতে আপনাদের কোনো ফিডব্যাক থাকলে জানান। মূল ইংরেজি ড্রপবক্স ভুক্তিটিকে বাংলা করছি। যদি দেখি সবকিছু ঠিকঠাকমতো আছে, তাহলে আরও ভুক্তি বাংলা করার ইচ্ছা রাখি। ধন্যবাদ। গৌতম (আলাপ)

ক. গৌতমদা, এটা আপনার ব্রাউজারের মনোস্পেস ফন্টের সমস্যা? বাই ডিফল্ট সোলায়মানলিপি থাকার কথা। আমি মনোস্পেস ফন্ট পরিবর্তন করায় আমার আসে আদর্শলিপি।
ধন্যবাদ তানভির ভাই। আজ রাতে পরীক্ষা করে জানাবো।
একটা ভুল হয়েছে, বাই ডিফল্ট সিয়ামরুপালি থাকার কথা। — তানভিরআলাপ০৬:৪৬, ৩১ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
খ. এটা ঠিক কি সমস্যা বললে ভালো হয়। পুরোটা কপি-পেস্ট করে বসানোর পর ঠিক কোন সমস্যাটা হচ্ছে?
আসলে ইনফোবক্স জিনিসটা আমি মোটেই বুঝে উঠতে পারছি না, সেই অনেক আগে থেকে। যা হোক, সুব্রতদা ঠিক করে দিয়েছেন। এই কাজটা আমি করতে পারছিলাম না।
গ. এভাবে --> [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]]। :-)
ধন্যবাদ। শিখে রাখলাম।
ঘ. কি ধরনের সমস্যা? কোনো অজানা ত্রুটি বার্তা? তাহলে সেটা কোন বার্তা?
তখন দেখাচ্ছিল যে, রেফারেন্স ঠিক হয় নি। এখন অবশ্য ঠিকঠাকই দেখাচ্ছে। পুনরায় সমস্যা হলে জানাবো।
আপনার উত্তরের প্রত্যাশায়, — তানভিরআলাপ০৪:২০, ২৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
অনেক অনেক ধন্যবাদ তানভির ভাই।
"ড্রপবক্স" পাতায় ফেরত যান।