আলাপ:ডেড রেকনিং: ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি

সাম্প্রতিক মন্তব্য: Mazhar Zarif কর্তৃক ১২ বছর পূর্বে "বইটির প্রচ্ছদ" অনুচ্ছেদে

বইটির প্রচ্ছদ সম্পাদনা

প্রচ্ছদ দিয়েছিলাম, মুছে ফেলা হলো। কপিরাইট আইন লংঘনের অপরাধে।

খুঁজে দেখলাম, উইকিপিডিয়াতে যতগুলো বই সংক্রান্ত ভুক্তি আছে তার সবগুলোই (আমি যতগুলো দেখলাম) প্রচ্ছদ দ্বারা শোভিত। সেগুলোর ক্ষেত্রে কপিরাইট ভঙ্গ হয়নি কেন?

কিভাবে বইয়ের প্রচ্ছদ দিলে কপিরাইট ভঙ্গের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে কেউ কি জানাবেন?

Mazhar Zarif (আলাপ) ১০:৫৪, ২২ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"ডেড রেকনিং: ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি" পাতায় ফেরত যান।