আলাপ:ডাকনাম

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ২ বছর পূর্বে "ডাকনাম আর acronym এক কথা নয়" অনুচ্ছেদে

ডাকনাম আর acronym এক কথা নয় সম্পাদনা

এ নিবন্ধে লেখা হয়েছে ‘‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান কে সংক্ষেপে র‍্যাব (RAB) ডাকা হয়। একইভাবে ইউনিয়ন পরিষদ কে ইউ.পি (UP)বলা হয়ে থাকে। — এ কথাটা ভুল। ডাকনাম আর acronym এক কথা নয়। অনেকেই দেখি না জেনে, না বুঝে উইকিতে লিখছেন। অবাক হই, দুঃখিত হই। ভুল সংশোধন করে দিলে সেটা পাল্টে দেয়ার সাহসও অনেকের আছে, আজকাল দেখতে পারি। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:৪৬, ১৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একমত। র‍্যাব (RAB) ও ইউনিয়ন পরিষদ (UP) কোন ডাকনাম নয় বরং আদ্যাক্ষর। তবে "ভুল সংশোধন করে দিলে সেটা পালটে দেয়ার সাহসও অনেকের আছে" এই লাইনটা কেমন যেন লাগলো। বরং আমরা এখানে যা করতে পারি তা হচ্ছে যিনি এটা পালটে দিচ্ছেন তাকে এখানে মেনশন করে এই ব্যাপারে আলোচনা করা। মেহেদী আবেদীন ১৮:০৬, ১৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"ডাকনাম" পাতায় ফেরত যান।