আলাপ:ঠোঙা

সাম্প্রতিক মন্তব্য: Mak কর্তৃক ১৭ বছর পূর্বে

এবার চাই ঠোঙার ছবি। ঠোঙা বানাবার বিভিন্ন পদ্ধতির ছবি তুলতে পারলে আরো ভালো। আশা করি বানাবার পদ্ধতিটি পরে বোঝা যাচ্ছে? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৯:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

এই অনুরোধ Mak ভাইকে জানাতে হবে, পুরানো ঢাকাতেই সম্ভবত ঠোঙার দোকান দেখেছি। --রাগিব (আলাপ | অবদান) ১৯:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
ভাইরে, এমন ব্যস্ত হয়ে পড়েছি যে আর কি বলব। দেখুন না, কতদিন পর জবাব দিতে পারলাম। খুব শীঘ্রই ছবি তুলব। যাইহোক, আমি শালপাতার ঠোঙার কথা শুনিনি। আমাদের এখানে যেটি ব্যবহার করা হয়, তা কাঠালপাতার। এখনো হাজির বিরানী কাঠালপাতার ঠোঙায় দেয়া হয়, আর এটির স্থানীয় নাম ঠোঙা নয়, দাওনা।--mak ১৬:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
"ঠোঙা" পাতায় ফেরত যান।