আলাপ:ট্রাইব (জীববিজ্ঞান)

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "একই বিষয়ে দুটি নিবন্ধ, কিন্তু কেন এ রকম হয়?" অনুচ্ছেদে

বিষয় ও চিত্রের মধ্যে সাযুজ্যহীনতা সম্পাদনা

এই নিবন্ধের বিষয়বস্তু জীবজগতের শ্রেণীবিন্যাসের একটি শ্রেণী যাকে গোত্র বলে অভিহিত করা হয়েছে। নিবন্ধের প্রথম বাক্যটি এরকম: “জীববিজ্ঞানে, ট্রাইব বলতে একটি শ্রেণীকরনী পদমর্যাদা বোঝায় যা গণ এর উপরে এবং গোত্র ও উপগোত্র এর নিচে অবস্থিত। কখনও কখনও একে একাধিক সাবট্রাইবে ভাগ করা হয়।” - সূচনাবাক্যে নিবন্ধের শব্দাবলী ব্যবহার করতে না-পারলে নিবন্ধ রচনায় হাত দেয়া কি উচিৎ? এখন ডান পাশের চিত্রটি লক্ষ্য করুন। এখানে কি “গোত্র” নামীয় কোনো ধাপ কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। কারণ এই চিত্রে “গোত্র” বলে কিছু নেই। এখন সূচনা বাক্যটি আবার পাঠ করা যায়। লেখা হয়েছে, “গোত্র”-এর অবস্থান “গণ এর উপরে”। পুনর্বার ডান পাশের চিত্রটি লক্ষ্য করুন। “গণ” এর ওপরে রয়েছে “পরিবার”। তাহলে আমাদের কী শেখা হলো? আসুন এবার আমরা নিবন্ধের ২য়, ৩য় ও ৪র্থ অনুচ্ছেদ পাঠ করি। “গোত্র” শব্দিটি পুরোপুরি অনুপস্থিত।

দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, যিনি নিবন্ধটি লেখার চেষ্টা করেছেন তার না আছে প্রাণীবিজ্ঞানের মৌলিক ধারণা, না আছে বাংলাভাষায় ন্যূনতম দক্ষতা। দার উদ্যোগের প্রশংসা করা সম্ভব নয়।

আমি এই ধরণের নিবন্ধ সরাসরি অবলোপনের পক্ষে। কারণ এ রকম নিবন্ধ পাঠে জ্ঞানার্জনের পরিবর্তে বিভ্রান্তি সৃষ্টি হবে। গত কয়েক সপ্তাহে এরকম কয়েক হাজার নিবন্ধ দেখেছি যেগুলোর ভাষা বাংলা নয়, অথবা নিবন্ধের শিরোনামের সঙ্গে টেক্সটের সম্পর্ক নেই বা ক্ষীণ। এগুলো না থাকলে বাংলা উইকিতে নিবন্ধের সংখ্যা হ্রাস পাবে সত্য কিন্তু বাংলা উইকির সামগ্রিক আস্থাযোগ্যতা বৃদ্ধি পাবে। যে বিষয়গুলো উত্থাপন করেছি সেগুলো সম্পাদক ও প্রশাসকদের বিবেচনা করতে হবে। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৪:৪৮, ১৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একই বিষয়ে দুটি নিবন্ধ, কিন্তু কেন এ রকম হয়? সম্পাদনা

বর্তমান নিবন্ধ গোত্র (জীববিজ্ঞান) ২০১৮ সালে সূচনা করা হয়েছে। খেয়াল করা হয় নি যে একই বিষয়ে আগে থেকেই একটি নিবন্ধ বিদ্যমান আছে যথা পরিবার (জীববিজ্ঞান)। শেষোক্তটি শুরু করা হয়েছে ২০০৮ সালে — দশ বছর আগে। দুঃখজনক যে দুটোই আধাখ্যাচড়া। এর জন্য দায়ী ‘যা জানি না তা নিয়ে নিবন্ধ রচনার’ অর্বাচীন উদ্যোগ। দুটি একত্রীকরণ করলেই সমস্যার সমাধান ভাবলে ভুল করা হবে। এধরণের নিবন্ধের জন্য “যথেষ্ট তথ্য নেই” এবং “অবোধ্য নিবন্ধ” এবং “বিভ্রান্তিকর তথ্যসম্বলিত” - এরকম কয়েকটি ফলক থাকা জরুরী। যিনি ফলক সাঁটবেন তিনি আলোচনয় কারণ উল্লেখ করবেন। ফলকে লেখা থাকবে “১০ দিনের মধ্যে নিবন্ধ অপসারণের” কথা যদি না ইতোমধ্যে নিবন্ধটিকে “ন্যূনতম মর্যাদায়” উন্নীত করা হয়। প্রয়োজনের “ন্যূনতম মর্যাদা” টার্মটি ব্যাখ্যায়িত করতে হবে। একটি বিশ্বকোষের ক্ষেত্রে “নাই মামার চেয়ে কানা মামা ভালো” জাতীয় নীতি অবলম্বন করা হবে খুবই অন্যায়্য, ঘোর অন্যায়। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:০৬, ১৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"ট্রাইব (জীববিজ্ঞান)" পাতায় ফেরত যান।