আলাপ:টম অ্যাণ্ড জেরি

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১৪ বছর পূর্বে "মূল নাম পরিবর্তন ও পুনর্নিদেশ" অনুচ্ছেদে

মূল নাম পরিবর্তন ও পুনর্নিদেশ সম্পাদনা

এই নিবন্ধটিতে এন্ড বানান এণ্ড লেখা হয়েছে, কিন্তু সকল বিদেশি শব্দে "ন" ব্যবহার করা প্রমিত বাংলার নিয়ম। কারণ ইংরেজিতে ন একটাই তা হলো N; যদিও কিছু ক্ষেত্রে এই "ণ" বিভিন্ন বিদেশি শব্দে ব্যবহৃত হচ্ছে, তবুও এটা রীতিবিরূদ্ধ। নিবন্ধটির মূল নাম পরিবর্তনের অনুরোধ রইলো।--তানভির (আলাপ | অবদান) ২২:০৭, ১৪ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

ঠিক ধরেছেন। পরিবর্তন করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১০:৩৫, ১৫ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"টম অ্যাণ্ড জেরি" পাতায় ফেরত যান।