আলাপ:জামাল খাসোগির গুপ্তহত্যা

সাম্প্রতিক মন্তব্য: S. M. Nazmus Shakib কর্তৃক ৪ বছর পূর্বে

এপার বাংলা, ওপার বাংলা কিংবা বঙ্গ ভূখণ্ডের বাইরের বাংলা ভাষার গণমাধ্যমগুলো মধ্যে যেসব গণমাধ্যমকে আমরা নির্ভরযোগ্য বলতে ধরতে পারি, সেই সব গণমাধ্যমে তার নামের শেষাংশটুকু খাসোগি, খাশোগি,খাসোগজি, খাশোগজি হিসেবে লেখা হয়েছে, খাসেগি নয়। তবে খাসোগিই বেশিবার লেখা হয়েছে।--S. M. Nazmus Shakib (আলাপ) ০৭:০৯, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"জামাল খাসোগির গুপ্তহত্যা" পাতায় ফেরত যান।