আলাপ:জাবাল হাফিত

সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ১১ মাস আগে "সংশোধন প্রয়োজন" অনুচ্ছেদে

সংশোধন প্রয়োজন সম্পাদনা

@Kazi Mohammad Sadat: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জমাদানকৃত এই নিবন্ধের পুরো অনুবাদটি আরও সরলীকরণ ও সাবলীল ভাষায় বুঝিয়ে লিখে সংশোধন করা প্রয়োজন। বর্তমানে নিবন্ধটি অনেকটা রুক্ষ বলে মনে হচ্ছে। অনুবাদটি সংশোধন করে আমাকে জানান —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

+ইংরেজি নিবন্ধ থেকে কিছু তথ্যসূত্র যোগ করেননি, সেগুলোও যোগ করে নিবেন। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakilMdsShakil: সংশোধন করেছি। দেখার অনুরোধ রইল। -- Kazi Mohammad Sadat (আলাপ) ১৭:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Kazi Mohammad Sadat আরও কিছু বিষয় সংশোধন করতে হবে, অ্যান্টিকলাইনের ক্ষয়প্রাপ্ত মূলের মধ্যে গ্রীন মুবাজ্জারাহ পার্কে প্রায় ৪০ °সে (১০৪ °ফা) তাপমাত্রাসহ উষ্ণ প্রস্রবণ রয়েছে। এলাকায় কোন আগ্নেয়গিরির কার্যকলাপ নেই, তাই পানি ভূ-তাপীয়ভাবে উত্তপ্ত করা হচ্ছে। ক্ষণপ্রভ পানি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২ কিমি (১.২ মা) গভীরতায় প্রবাহিত হচ্ছে এবং তারপরে পৃষ্ঠে ফিরে আসে। এটি অ্যান্টিকলাইনের নীচের স্তরচ্যুতির প্রমাণ দেয় কারণ ভূ-চ্যুতি শিলাকে ভেঙে দেয় ও তরল পথ সরবরাহ করে। এই বাক্যটিকে সরলভাবে বুঝিয়ে লিখুন। জাবাল হাফিত পর্বত সড়ক ১৯৮০ সালে নির্মিত হয় এবং পর্বতের উপরে ১১.৭ কিমি (৭.৩ মা) পর্যন্ত প্রসারিত ও ১,২০০ মি (৩,৯০০ ফু) পর্যন্ত উত্থিত। এর মাধ্যমে কি বোঝাচ্ছেন স্পষ্ট নয়, এখানে সড়কের দৈর্ঘ্য হবে ১১.৭ কিমি ও এটি পর্বতের ১,২০০ মি উচ্চতায় অবস্থিত। ২০১৫ সালে এটি আবুধাবি ট্যুরের প্রথম সংস্করণের তৃতীয় পর্যায়ের আগমনের আয়োজন করেছিল, এতে কলম্বিয়ার এস্তেবান শ্যাভেস জয়ী হয়েছিলেন। ২০১৯ সাল থেকে জাবাল হাফিতের চূড়ায় যাওয়ার সড়কটি ইউএই ট্যুরের নির্দিষ্ট অবস্থান হিসাবে নির্ধারণ করা হয়। কে আয়োজন করেছিলো? হাফিত পর্বত সড়ক অনুচ্ছেদ পুরোটাই সাবলীল ভাষায় লিখুন। পর্যটন অনুচ্ছেদে চ্যালেট বা এই জাতীয় ইংরেজী শব্দের বাংলা পরিভাষা ব্যবহার করুন। Beehive tomb এর অনুবাদ সম্ভবত মৌচাক সমাধি হবে না। পুরো নিবন্ধটি পড়ুন ও সংশোধন করুন, কাজ শেষে জানাতে ভুলবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৪:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
কোন হালনাগাদ নেই, আমি গৃহীত হয়নি বলে মার্ক করে রাখছি। সংশোধন করলে আমাকে জানাতে ভুলবেন না —শাকিল (আলাপ · অবদান) ১৮:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakilভাই, সংশোধন করা হয়েছে। দেখার অনুরোধ রইল। ~~ Kazi Mohammad Sadat (আলাপ) ০৭:০৪, ২১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Kazi Mohammad Sadat দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। নিবন্ধটি গৃহীত হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৬:১৪, ১৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"জাবাল হাফিত" পাতায় ফেরত যান।