আলাপ:জানাজার নামাজ

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "পুনর্গঠন ও সম্পাদনা প্রয়োজন" অনুচ্ছেদে

মৃতের গোসল + কাফন সম্পাদনা

যখন নিবন্ধটি "লবণ" বিষয়ে, তখন যদি আমি সেই নিবন্ধে "সমুদ্র" বিষয়ে লিখতে শুরু করি: সমুদ্রের পানি নোনা। সমুদ্র বিশাল আকারের হয়। এই জলক্ষেত্রে জাহাজ চলে। সেই জাহাজ নোনা পানিতে ক্ষয় হয়। ...তখন তা যেমন বাহুল্য হবে, "জানাযা" বিষয়ক নিবন্ধেও তাই "মৃতের গোসল" এবং "কাফন পরানোর নিয়ম" উল্লেখ করা বাহুল্য। এটা আমার ব্যক্তিগত যৌক্তিক মত। এই সবগুলো বিষয়কে একসাথে রাখা যাবে মৃতের সৎকার (মুসলমানী রীতি) নামক নিবন্ধ সৃষ্টি করে। কিন্তু জানাযা নিবন্ধে শ্রেফ "জানাযা" সম্পর্কিত তথ্যই থাকা উচিত। থাকতে পারে জানাযার নামাযের রীতি-পদ্ধতি। গায়েবানা জানাযা সম্পর্কিত ভুল ধারণা বা সঠিক ধারণার দলিল। থাকতে পারে বিভিন্ন দেশে জানাযা সম্পর্কিত ভুল বা ব্যতিক্রম আকিদা। থাকতে পারে জানাযা-সংশ্লিষ্ট ঐতিহাসিক কোনো ঘটনা। আর থাকতে পারে জানাযার হাদিসভিত্তিক উদ্ধৃতিসমূহ।
তবে আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার থাকা খুবই জরুরি, তা হলো তথ্যসূত্র। নিবন্ধটিতে তথ্যসূত্র দেয়া হয়নি, যা সবার আগে দরকার। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

পুনর্গঠন ও সম্পাদনা প্রয়োজন সম্পাদনা

পুনর্গঠন ও সম্পাদনা প্রয়োজন। অচিরেই বইপত্র দেখে চেষ্টা করবো। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:৫১, ২৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"জানাজার নামাজ" পাতায় ফেরত যান।