আলাপ:জাঙিয়া

সাম্প্রতিক মন্তব্য: Sharif uddin কর্তৃক ১০ বছর পূর্বে "শিরোনাম সংশোধনের আবেদন" অনুচ্ছেদে

শিরোনাম সংশোধনের আবেদন সম্পাদনা

মোহীন ভাই, জাঙ্গিয়া শব্দটি অত্যন্ত শ্রুতিকটু, অশোভন ও নিম্নমানের| আর আন্ডারপ্যান্ট এর প্রতিশব্দ জাঙ্গিয়া বা অন্তর্বাস| ব্রিফের নয়| তাই মুল শিরোনামে ব্রিফ শব্দটি রাখার প্রস্তাব করছি| এই শ্রুতিকটু শব্দটি যত কম ব্যবহার করা যায় ততই তা প্রশান্তিদায়ক হবে| ভাল থাকবেন| Sharif uddin (আলাপ) ০৮:১৭, ২২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

এছাড়া শব্দটি শুনলে এটি যে এক প্রকার অপরিহার্য পোশাক, তাঁর থেকে এর অশালীনতা ও অস্বস্তিকর বিষয়টাই বেশি ফুটে ওঠে| ইংরেজি উইকিতে অনেক স্পর্শকাতর নিবন্ধের বেলাতেও এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়| তাই আবারও আপনাকে অনুরোধটি পুণঃপ্রস্তাব করছি| দয়া করে এ দিকগুলো একটু বিবেচনা করবেন| Sharif uddin (আলাপ) ০৮:৩৫, ২২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

"জাঙিয়া" পাতায় ফেরত যান।