আলাপ:জগন্নাথপুর উপজেলা

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১৩ বছর পূর্বে "এই নিবন্ধের ব্যাপারে করণীয় কী?" অনুচ্ছেদে

এই নিবন্ধের ব্যাপারে করণীয় কী? সম্পাদনা

একজন অজ্ঞাত ব্যবহারকারী বেশ সুন্দরভাবে তথ্যযোগ করে নিবন্ধটিকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু তথ্যসূত্র দেয়ার ব্যাপারে তিনি একটু অপরিপক্ক বলে মনে হচ্ছে। যাহোক, তিনি যে তথ্য যোগ করছেন এটাই অনেক বড় কথা। কিন্তু কথা হচ্ছে, তথ্যগুলো কপিরাইটমুক্ত কিনা, কিভাবে শিওর হবো? আমার কাছে শ্রীহট্টের ইতিবৃত্ত বইটি নেই। তাই যাচাই করতে পারছি না। লেখার ধরণে, কোনো কোনো অংশ দেখে মনে হচ্ছে হুবহু তুলে ধরার একটা প্রয়াস থাকলেও থাকতে পারে। আমরা কি অপেক্ষা করবো আরো তথ্যের জন্য? নাকি কিছু করার আছে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩৯, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ইউসুফ ভাই, কাজ খুব সুন্দর এগোচ্ছে। পরামর্শ তো অনেক, তবে আপাতত কয়েকটি বলি:
  • উইকিপিডিয়ার নিবন্ধে কখনও কোনো অবদানকারীর নাম থাকে না। মানে আপনার নাম আপনি কখনও নিবন্ধে যোগ করবেন না।
  • আপনি যেহেতু একটা এ্যাকাউন্ট খুলেছেন, তাহলে ভালো হয়, আপনার এ্যাকাউন্টে ঢুকে নিবন্ধে কাজ করলে। তাহলে নিবন্ধের ইতিহাসে আপনার নাম থাকবে আর আপনার সাথে অন্যান্য অবদানকারীরা সরাসরি যোগাযোগ করতে পারবেন।
  • তথ্যে, তথ্যসূত্র দেয়ার ক্ষেত্রে আপনার পদ্ধতিটা ঠিক নয়। এক্ষেত্রে কী করতে হবে, তা এই আলাপ পাতায় কিছুদিন আগে বিস্তারিত লিখেছিলাম, একটু কষ্ট করে দেখে নিন। না বুঝলে আমার আলাপ পাতায় জানান।
  • বহিঃসংযোগ অংশে এমন সূত্রের লিংক দিন, যেগুলো থেকে বাড়তি তথ্য পাওয়া যাবে। নিবন্ধে যোগ করা হয়েছে এমন তথ্য আছে যে ওয়েবসাইটে সেখানকার লিংক দিলে তো একই কথাই দুইবার দেয়া হলো, তাই না?
  • "প্রশাসনিক এলাকা" বলতে বোঝানো হচ্ছে কত কি.মি. এলাকা নিয়ে উপজেলাটি গঠিত, সেখানে কতটি সরকারি স্থাপনা (আদালত, পোস্টঅফিস, থানা ইত্যাদি) আর কতটি বেসরকারি উল্লেখযোগ্য স্থাপনার সহায়তায় ঐ উপজেলার কার্যক্রম চলে। তাই ঐ অংশে কে কোন বছর কোন দল থেকে জয়লাভ করলেন, তার প্রতি জনসমর্থন ছিলো কিনা, এসবের উল্লেখ করা মোটেই বিশ্বকোষের মানসম্মত নয়।
  • যখন, আপনি ছাড়া অন্য কেউ নিবন্ধটিতে কোনো সম্পাদনা করবেন, তখন তাঁর সম্পাদনাটি সরাসরি মুছে না দিয়ে দয়া করে আগে এই আলাপ পাতায়ই ঐ ব্যাপারটি নিয়ে আলোচনা করুন। তারপর আলোচনায় যা সাব্যস্ত হয়, সে অনুযায়ী আচরণ করুন।
উইকিপিডিয়ায় সবাই-ই কাজ করতে করতে শিখে নেয়। ভয় পাবার কিংবা "আমি পারিনা, পিছনে পড়ে গেলাম"-টাইপের মনোভাব পোষণ করার কোনোই কারণ নেই। শ্রেফ চালিয়ে যান একটু গঠনমূলকভাবে, পরামর্শগুলো মেনে চলুন। কোনো পরামর্শ বুঝতে সমস্যা হলে আমার আলাপ পাতায় লিখুন। অন্যান্য যেকোনো নিয়মিত অবদানকারীর পাতায়ও আপনি সহায়তার কথা লিখতে পারেন। মজার ব্যাপার হলো এখানে সবাই আপনার সেবায় নিয়োজিত :)। আপনি সহায়তা চেয়েই দেখুন না। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:০৬, ১৪ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
পরামর্শ ২
  • উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, বাংলাদেশ-তথ্যকোষ নয় -এই ব্যাপারটি বুঝে নিতে হবে। একটা বিশ্বকোষে আপনার কাছে ম্যানহাটানের একটা উপজেলা যেমন, ম্যানহাটানে বসা একজনের কাছে জগন্নাথপুর উপজেলা তেমন। তাই আপনি ম্যানহাটানের উপজেলাতে যেসব তথ্য প্রত্যাশা করেন, জগন্নাথপুর উপজেলাতে অনুরূপ তথ্য দিন।
  • উইকিপিডিয়া একটা মুক্ত, স্বাধীন বিশ্বকোষ। স্বাধীনতা মানেই হলো যা ইচ্ছা তা করা। আপনি এর যেকোনো তথ্য যেকোনোখানে কোনো বাধা ছাড়াই ব্যবহার করতে পারেন, আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু এখন এতে তথ্য যোগ করতে গিয়ে আপনি যদি এখন এর নিজেকেই কোনো একটা দড়ি দিয়ে বেঁধে ফেলেন, তাহলে কিন্তু আর উইকিপিডিয়া মুক্ত থাকলো না, স্বাধীন থাকলো না। আমি বলতে চাচ্ছি, আপনি যখন উইকিপিডিয়ার কোনো নিবন্ধে তথ্য যোগ করবেন, তখন সেই তথ্যটিকেও অবশ্যই মুক্ত (কপিরাইটমুক্ত) হতে হবে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন বইগুলো হয় প্রকাশকের নাহয় লেখকের দ্বারা সর্বস্বত্ত্ব সংরক্ষিত থাকে (কপিরাইটমুক্ত থাকে না)। তাই কোনো বই থেকে হুবহু কপি করলে সেই তথ্যও মুক্ত থাকে না। একই কথা প্রযোজ্য কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, কোনো পত্রিকার নিবন্ধের ক্ষেত্রেও। এমনকি একটি লাইনও হুবহু তুলে দেয়া অনুচিত। যা করতে হবে, তাহলো: মূল ভাব ঠিক রেখে নিজের মতো করে একটু বদলে নিয়ে লিখতে হবে। আর তথ্যসূত্র দিতে হবে একটু বিস্তারিত, যাতে যে-কেউ ঐ তথ্য-উৎস থেকে তথ্য খুঁজে পেতে পারেন। তাহলে আপনি কপিরাইটমুক্ত, বাঁধনমুক্ত করতে পারলেন উইকিপিডিয়াকে। :-)
  • উইকিপিডিয়ার কোনো পাতার কোনো একটা অংশ আপনার পছন্দ হলো। কোনো কথা নেই, সম্পাদনা মোডে গিয়ে ঐ অংশটি কিভাবে করা হয়েছে দেখে নিন, আর আপনার সম্পাদিত পাতায় তা ব্যবহার করুন বিনা দ্বিধায়। মুক্ত জিনিসের মজাই আলাদা। আপনি যা জানেন না, অন্য পাতাকে সম্পাদনা মোডে খুলে দেখে দেখে শিখে নিন। নিজের পাতাকে নিজের থেকে ভালো আর কে সাজাতে পারে?
ভালো থাকুন। আর অব্যাহত রাখুন গঠনমূলক সম্পাদনা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:০৪, ১৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
"জগন্নাথপুর উপজেলা" পাতায় ফেরত যান।