আলাপ:চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ৩ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

নিবন্ধের নাম মুখ্য মহানগর হাকিম আদালত (বাংলাদেশ) শিরোনামে স্থানান্তর করে দিচ্ছি। বর্তমানে সকল নিম্ন আদালতের দাপ্তরিক কাজে বাংলা নাম ব্যবহার করা হয়। এছাড়া সকল সংবাদপত্রে এই নামই ব্যবহার করা হয়, যা "মুখ্য মহানগর হাকিম" লিখে করলেই পাওয়া যাবে। উদাহরণ।ইয়াহিয়াআলাপ০৮:৩৫, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত" পাতায় ফেরত যান।