আলাপ:চিত্রা হরিণ

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "নামের যথার্থতা" অনুচ্ছেদে

নামের যথার্থতা

সম্পাদনা

নিবন্ধটি চিত্রল হরিণ থেকে চিত্রা হরিণ-এ স্থানান্তর যথোপযুক্ত হয়েছে। কেননা বাংলাপিডিয়ায়ও এটিকে "চিত্রা হরিণ" বলা হচ্ছে। তাছাড়া, মাহবুবউদ্দিন চৌধুরী রচিত বাংলাদেশের স্তন্যপায়ী বন্যপ্রাণী বইটিতে একে চিত্রা হরিণ এবং চিতল হরিণ বলা হয়েছে। বাংলাপিডিয়ায়ও কোথাও কোথাও "চিতল" লেখা হয়েছে। "চিত্রল হরিণ" বলে কোনো উল্লেখ কোথাও দেখিনি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:১২, ২৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"চিত্রা হরিণ" পাতায় ফেরত যান।