আলাপ:চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৫ বছর পূর্বে "রেফারেন্স" অনুচ্ছেদে

রেফারেন্স

সম্পাদনা

পাতায় যে রেফারেন্স http://www.indiacatalog.com/profiles/tourism/chittaranjan_locomotive_works.html এবং http://www.clwindia.com/ এ একই লেখা রয়েছে। যেহেতু এদের মূল ওয়েব সাইটের লেখাই ইন্ডিয়াক্যাটালগের পাতায় রয়েছে, ধরে নেওয়া যায় প্রোফাইলটি এদেরই পোষ্ট করা। আর অবশ্যই নিজস্ব ওয়েবসাইট রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। দয়াকরে নিজস্ব ওয়েবসাইট ছাড়া নিরপেক্ষ কোনো রেফারেন্স দেওয়া চেষ্টা করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫৪, ১৫ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আপনি কোন তথ্যসূত্রটির কথা বলছেন? প্রথমটি না দ্বিতীয়টি? পরিসংখ্যানগত তথ্যসূত্র (এক্ষেত্রে দ্বিতীয়টি) বোধহয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিতে আপত্তি নেই। কারণ অন্যান্য সাইটে অফিসিয়াল সাইট থেকেই তথ্য সংগ্রহ করা হয়। প্রথম তথ্যসূত্রটির সম্পর্কে আপত্তি থাকলে চেক করে নেওয়া যেতে পারে। অর্ণব দত্ত ০৭:০৩, ১৫ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর এই [১] তথ্যসূত্রটি কি চলতে পারে?অর্ণব দত্ত ০৭:০৭, ১৫ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু তথ্যটি বিশ্বের অন্যতম বড় লোকোমোটিভ উৎপাদক কারখানা বলা হচ্ছে, এখানে প্রশ্ন হল, তা কি কোনো গ্লোবাল সাইট বা ভারতীয় ছাড়া অন্যকোন রাষ্ট্র বা প্রতিষ্ঠান স্বিকৃতি দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে সেই লিঙ্ক দিন। পরিসংখ্যানের ব্যাপারে ওদের সাইটে যা লেখা আছে তা যাচাই যোগ্য না। এটি একটি সেকেন্ডারি রেফারেন্স। চেষ্টা করুন প্রাইমারি রেফারেন্স দেওয়ার।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৫৩, ১৫ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

প্রথম তথ্যসূত্রটির ক্ষেত্রে আপনার বক্তব্য বুঝতে পেরেছি। সেই জাতীয় তথ্যসূত্র খোঁজার চেষ্টা করছি। না পেলে বাদ দেবো। পরিসংখ্যানগুলো জনগণনার ওয়েবসাইট থেকে দেওয়ার চেষ্টা করছি। অর্ণব দত্ত ০৮:১০, ১৫ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

"চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা" পাতায় ফেরত যান।