আলাপ:চানকু মাহাতো

সাম্প্রতিক মন্তব্য: চিথারাই মাহাতো কর্তৃক ১০ মাস আগে "চানকু মাহাতো এই বিদ্রোহ এর নেতা নয়" অনুচ্ছেদে

চানকু মাহাতো এই বিদ্রোহ এর নেতা নয় সম্পাদনা

মিথ্যা তথ্য দিয়ে চানকু মাহাতো কে এই বিদ্রোহ এর নেতা বানানো হয়েছে, চানকু এর এই পেজ টিকে ডিলিট করার আবেদন জানাই 2409:40E1:29:A37B:C1A3:842F:259F:E983 (আলাপ) ০৮:৩৭, ২৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কোনটা মিথ্যা? চিথারাই মাহাতো (আলাপ) ০৮:২৬, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

চানকু মাহাতো সম্পাদনা

@Yahya নমস্কার। চানকু মাহাতো নিয়ে কি কি সমস্যা আছে?

এখানে আলোচনা করুন।

ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ০৩:১৪, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার কাছে আমার অনুরোধ, চানকু মাহাতো পাতার আলোচনা ট্যাগ সরানোর জন্য অনুরোধ করছি। এর আগে চানকু মাহাতো পাতাটিকে আমিই বিস্তারিত লিখেছি, তথ্যসূত্র দিয়ে।
কিছু লোক ব্যক্তি গত স্বার্থে ব্যবহার করছেন।
এছাড়াও যাদের সমস্যা হচ্ছে, তারা সমস্যা উল্লেখ করুক।
কিছু ব্যক্তি ফেক আইডি খুলে পাতাটিকে ডিলেট করছেন কেন?
আর কোন লেখক মিথ্যা বলে উল্লেখ করেছেন, কোন গ্রন্থে সেটাও উল্লেখ করুন।
ব্যক্তিগত মতকে উৎস হিসেবে উল্লেখ করে কোন কিছুকে বিতর্কিত মন্তব্য করা সঠিক মনে হয় না।
ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ০৬:২৬, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Yahya, @MdsShakil
আপনাদের কাছে আমার অনুরোধ, চানকু মাহাতো পাতার আলোচনা ট্যাগ সরানোর জন্য অনুরোধ করছি। এর আগে চানকু মাহাতো পাতাটিকে আমিই বিস্তারিত লিখেছি, তথ্যসূত্র দিয়ে।
এরই মাঝে কিছু লোক ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন।
এছাড়াও যাদের সমস্যা হচ্ছে, তারা সমস্যা উল্লেখ করুক।
কিছু ব্যক্তি ফেক আইডি খুলে পাতাটিকে ডিলেট করছেন কেন?
আর কোন লেখক মিথ্যা বলে উল্লেখ করেছেন, কোন গ্রন্থে সেটাও উল্লেখ করুন।
ব্যক্তিগত মতকে উৎস হিসেবে উল্লেখ করে কোন কিছুকে বিতর্কিত মন্তব্য করা সঠিক মনে হয় না।
ধন্যবাদ।
চিথারাই মাহাতো (আলাপ) ০৭:৫৬, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"চানকু মাহাতো" পাতায় ফেরত যান।