আলাপ:ঘূর্ণিঝড় টাউকটে

সাম্প্রতিক মন্তব্য: Suvodip Mondal কর্তৃক ২ বছর পূর্বে "নামকরণ" অনুচ্ছেদে

নামকরণ

সম্পাদনা

যে-কোনও বিদেশি বানান তো তাঁদের উচ্চারণ অনুযায়ী হয়, সে দিক থেকে এই ঘূর্ণিঝড়ের বাংলা বানান তাউটে হওয়া উচিত, তবে নামকরণে তৌকটে কেন রাখা হলো? Suvodip Mondal (আলাপ) ০৪:০৫, ১৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমি নিবন্ধটি শুরু করার আগে গুগল সার্চ থেকে দেখতে পাই একেক পত্রিকা ঘূর্ণিঝড়টির নামের বানান একেক রকমভাবে লিখছে। তাই আমি আপাতত একটি নাম দিয়ে শুরু করি। ভেবেছিলাম পরবর্তীতে উপযুক্ত নামে স্থানান্তর করে নেবো। কাজটি মীনা ইসলাম করে দেয়ায় তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিবন্ধটির দিকে দৃষ্টি দেয়ায় আপনাকেও ধন্যবাদ। ফেরদৌস০১:৪৭, ২২ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তর করা হয়েছে, "তৌকটে" থেকে "টাউকটে" (সবচেয়ে কাছাকাছি বর্মী উচ্চারণ)। Meena Islam (আলাপ) ১৮:০৫, ১৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কিন্তু এই শব্দের জন্য আইপিএ-র বর্মি উচ্চারণ অনুসারে তো ‘ক’-এর উচ্চারণ উহ্য। তাহলে কি ‘টাউকটে’ রাখা সমীচীন। আইপিএ অনুযায়ী আমার মতে ‘টাউটে’ রাখা উচিত হবে। Suvodip Mondal (আলাপ) ০৭:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তর প্রসঙ্গে

সম্পাদনা

এই পাতাটির নির্মাতার দৃষ্টি আকর্ষণ করছি, পূর্ববর্তী "তৌকটে" নামটি "টাউকটে" নামে আমি স্থানান্তর করলাম। এই বর্মী নামটির বাংলা প্রতিবর্ণীকরণে মূল বর্মী উচ্চারণের সবচেয়ে কাছাকাছি ও সহজবোধ্য বাংলা বানানের নীতি অনুসরণ করা হয়েছে। আরো জানতে, en:Help:IPA/Burmese দেখুন। Meena Islam (আলাপ) ১৭:৫৯, ১৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ মীনা ইসলাম। উইকিপিডিয়ায় পাতা যিনি তৈরি করেন তাকে প্রণেতা বলা হয়ে থাকে।ফেরদৌস০১:৪৪, ২২ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"ঘূর্ণিঝড় টাউকটে" পাতায় ফেরত যান।