আলাপ:গ্নোম-ল্যাটেক

সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ৫ বছর পূর্বে "নিবন্ধের নাম প্রসঙ্গে" অনুচ্ছেদে

নিবন্ধের নাম প্রসঙ্গে সম্পাদনা

@Kabirnayeem.99: সুপ্রিয়, কবির নাঈম, আপনার অনুবাদকৃত Gnome Latex ও Xetex নিবন্ধের নাম আমার মতে "নোম ল্যাটেক্স" এবং "জিটেক্স" হবে। যেটি আপনি দিয়েছেন, গ্নোম ল্যাটেক ও জিট্যাক। হিমু (আলাপ) ১০:৫১, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় হিমু, আপনাকে ধন্যবাদ বিষয়টি নিয়ে কথা বলার জন্যে। তবে LaTeX দেখতে উচ্চারণ লেটেক্স হবে বলে মনে হলেও এর উচ্চারণ ল্যাটেক হবে। আর গ্নোম বা নোম বা গনোম এ নিয়ে গনোম পাতার আলোচনা অংশ দেখুন। তবুও আপনার সন্দেহ দূর করতে ইংরেজি পাতার উচ্চারণটি দেখুন, সেখানে জিট্যাক (/ˈztɛx/ ZEE-tekh) ও ল্যাটেক দেয়া আছে। আপনাকে আবারও ধন্যবাদ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আলোচনা করার জন্যে। -কবির নাঈম (আলাপ) ১০:৩৮, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"গ্নোম-ল্যাটেক" পাতায় ফেরত যান।