আলাপ:গোদা চিংড়ি

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "কুচো চিংড়ির প্রকৃত পরিচয়" অনুচ্ছেদে

কুচো চিংড়ির প্রকৃত পরিচয় সম্পাদনা

গোদা চিংড়ি নিবন্ধের সূচনায় লেখা হয়েছে এ চিংড়ির দ্বিপদী বৈজ্ঞানিক নাম Macrobrahcium rude। অতঃপর লেখা হয়েছে এর স্থানীয় নাম কুচো চিংড়ি ইত্যাদি। আমার জানা মতে কুচো চিংড়িকে গুড়া চিংড়িও বলা হয়। ১৯৯২‘র দিকে শাহাদৎ আলী সাহেব বাংলাদেশে লভ্য ৬৩ প্রজাতির চিংড়ির একটি তালিকা করেছিলেন। এর মধ্যে Macrobrahcium lamerrei, Macrobrahcium dyanus, Leander styliferus এবং Palaemon tenupies কে কুচো চিংড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন। এর মধ্যে Macrobrahcium rude ছিল না। বাংলাপিডিয়ায় লেখা হয়েছে কুচো চিংড়ির দ্বিপদী বৈজ্ঞানিক নাম Macrobrahcium brevicornis। — বিষয়টি যাচাই করে কুচো চিংড়ির প্রকৃত বৈজ্ঞানিক নাম নিশ্চিত করা দরকার। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:১৯, ১৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"গোদা চিংড়ি" পাতায় ফেরত যান।