আলাপ:গেরিনা ফ্রি ফায়ার

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৩ বছর পূর্বে "স্থানান্তর" অনুচ্ছেদে

স্থানান্তর সম্পাদনা

@Shahriar Islam Alvi এবং Safuan12616: ফ্রি ফায়ার নামক নিবন্ধটি বহুদিন ধরে রুক্ষ অনুবাদ হিসেবে রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে "গেরিনা ফ্রি ফায়ার" নামে আরেকটি নিবন্ধ তৈরি হয়েছে, যার অনুবাদ সাবলীল এবং ভালো। তাছাড়া ইংরেজি ও অন্যান্য বৈশ্বিক নিবন্ধের সাথে সামঞ্জস্যতা বিধানের জন্য "গেরিনা ফ্রি ফায়ার" নিবন্ধে পূর্বোক্ত নিবন্ধটি একীভূত করা হলো এবং আন্তঃউইকিসংযোগ পরিবর্তন করা হলো। তবে নিবন্ধের নাম নির্ধারণে এখনও সমস্যা রয়েছে। নামটি "গেরিনা" হবে নাকি "গারেনা" হবে, সাফুয়ান ভাইয়াকে অনুরোধ করবো সেটা আবারও নিশ্চিত করতে। সবাইকে ধন্যবাদ। — আদিভাইআলাপ০৬:৪৪, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

{{উত্তর।আদিভাই}} নিবন্ধের নাম গেরিনা হবে। এই ‘গেরিনা’ শব্দটি বহুল ব্যবহৃত হয়। আপাত দৃষ্টিতে ‘গেরিনা’ হবে।--Safuan12616 (আলাপ) ০৬:৪১, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Safuan12616: আচ্ছা, তবে থাকুক। নিবন্ধের শীর্ষ অনুচ্ছেদে "গারেনা" নামটিরও উল্লেখ করে দিন, এবং সেটিকে এই নিবন্ধে পুনর্নির্দেশ করুন। নয়তো, আবার কেউ নতুন করে শুরু করতে পারে। — আদিভাইআলাপ০৬:৪৫, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"গেরিনা ফ্রি ফায়ার" পাতায় ফেরত যান।