আলাপ:গঙ্গা (উপন্যাস)

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৪ বছর পূর্বে "চলচ্চিত্র" অনুচ্ছেদে

চলচ্চিত্র সম্পাদনা

অর্ণব এর চলচ্চিত্র নিয়েও নিবন্ধটা তোমার কাছ থেকে আশা করছি, এটা আমার খুব প্রিয় সিনেমা। আমি অনেকবার দেখেছি। আর মানিক বন্দপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি?? সেটারও এমন লেখা চাই তোমার কাছ থেকে।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ২০:১৭, ৬ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন


চলচ্চিত্র নিয়েও একটা নিবন্ধ লেখার ইচ্ছে আছে। ইংরেজি উইকিপিডিয়ায় কোনো ভুক্তি পেলাম না। তবে অন্য একটা সূত্র থেকে লেখা পেয়েছি। সেটা অবলম্বনেই করব। একটা ছবি জোগাড় করাও দরকার। আপনার কাছে কি ডিভিডি কভারের কোনো ছবি হবে। আমার কাছে টাইটেলের একটা স্ক্রিনশট আছে। সেটা দেওয়ার ইচ্ছে নেই। একান্ত কভারের ছবি না পাওয়া গেলে সেটাই দেবো।
আমার উপন্যাসটা খুব প্রিয়। পার্ট ওয়ানে ভাল রেজাল্ট করেছিলাম বলে আমার স্যার আমাকে বইখানা উপহার দিয়েছিলেন। তার আগে অবশ্য আমি সমরেশ আদৌ পড়িনি। কিন্তু গঙ্গা পড়ার পরই সমরেশের ফ্যান হয়ে যাই। --অর্ণব দত্ত ২০:২৭, ৬ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

পদ্মা নদীর মাঝি সিনেমাটা ইংরেজি উইকিতে আমি লেখার চেষ্টা করেছি। বাংলায় লেখা হয়ে ওঠেনি। গঙ্গাটা ইংরেজি উইকিতে লিখে ফেলতে হবে। গঙ্গার কোনো ডিভিডি কভার পাই কিনা দেখতে হবে। আমার কাছে যেটা DVD আছে চারটে সিনেমার। ফলে চিত্র অস্পষ্ট। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ২০:৪৪, ৬ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

http://store.nehaflix.com/gangabengali.html লিঙ্কটা পেলাম এটা ব্যবহার করা যেতে পারে fair use rationale.ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ২০:৪৮, ৬ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
অনেক ধন্যবাদ। আপাতত এতেই হবে। আপনি চটপট ইংরেজিটা করে ফেলুন। আমি বাংলার কথাটা মাথায় রাখছি। --অর্ণব দত্ত ২০:৫১, ৬ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"গঙ্গা (উপন্যাস)" পাতায় ফেরত যান।