আলাপ:খ্রি-দুস-স্রোং-ব্ত্সন

সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ১০ বছর পূর্বে "কিছু বিভ্রাট পরিষ্করণ" অনুচ্ছেদে

কিছু বিভ্রাট পরিষ্করণ সম্পাদনা

ইংরেজী উইকিতে খ্রি-দুস-স্রোং-ব্ত্সনের পরবর্তী সম্রাট হিসেবে খ্রি-ল্দে-গ্ত্সুগ-ব্ত্সানকে বলা হলেও এক্ষেত্রে ডাচ উইকি অনুসারে ল্হা-বাল-পোকে পরবর্তী সম্রাট হিসেবে উল্লেখ কর হল। এক্ষেত্রে ডাচ উইকি ঠিক। কারণ রি-দুস-স্রোং-ব্ত্সনের মৃত্যুর পর ল্হা-বাল-পো কিছুদিনের জন্য সম্রাট হন। তারপর তাঁকে সরিয়ে ব্রো-খ্রি-মা-লোদ ক্ষমতা দখল করে। ব্রো-খ্রি-মা-লোদের মৃত্যুর পরে তবেই খ্রি-ল্দে-গ্ত্সুগ-ব্ত্সান সম্রাট হতে পারেন। বোধিসত্ত্ব (আলাপ) ১২:২৯, ৫ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"খ্রি-দুস-স্রোং-ব্ত্সন" পাতায় ফেরত যান।