আলাপ:খ্রিস্টিয়ান হাওখেন্স

সাম্প্রতিক মন্তব্য: Joy কর্তৃক ১৪ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে

বানান সম্পাদনা

ক্রিস্টিয়ান হাইগেনসখ্রিস্টিয়ান হাওখেন্স কোন বানানটি সঠিক?--জয়ন্ত (আলাপ | অবদান) ১৫:৫১, ১৪ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আমাদের পাঠ্যবইতে ক্রিস্টিয়ান হাইগেনস দেখেছি, তবে ইংরেজিতে Christian Huygens লেখা হলেও ওলন্দাজ উচ্চারণ অনুযায়ী কী হবে তা জানি না।ফয়সল ১৬:০২, ১৪ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
হুঃ ... তাহলে আলোচনার পরই এককিকরণ করা যাবে। জাহিন ভাই নেই। উনি থাকলে একটা কিছু উপায় বাতলাতেন। অর্ণবও এই বিষয়ে কিছু আলোকপাত করে কিনা দেখা যাক। আমাদের উইকিপেডিয়া:বাংলা ভাষায় ওলন্দাজ শব্দের প্রতিবর্ণীকরণ করাই আছে। ওই টা পড়ে কিছুই বুঝতে পারিনা। আমি আবার ভাষা বিজ্ঞানের জটিল ব্যাপার গুলি অতো ভালো বুঝি না। অন্য কেউ যদি উদ্ধার করতে পারেন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:১৩, ১৪ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
আমার বুদ্ধিতে যতোটুকু বুঝলাম প্রতিবর্ণীকরণের নিয়ম মতে খ্রিস্টিয়ান হাওখেন্স বানানটাই ঠিক, তবে কোনটা প্রচলিত এটা দেখতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:২৮, ১৪ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"খ্রিস্টিয়ান হাওখেন্স" পাতায় ফেরত যান।