আলাপ:খোজার ঢিবি

সাম্প্রতিক মন্তব্য: Dolon Prova কর্তৃক ১ বছর পূর্বে "ঠিকানা" অনুচ্ছেদে

ঠিকানা সম্পাদনা

এই স্থানটি উইকি লাভস মনুমেন্ট এর তালিকাভুক্ত হওয়ায় নজরে ছিলো। @Dolon Prova স্থানটি কি আসলেই বগুড়াতে? শিবগঞ্জ নামে বগুড়া এবং চাঁপাই দুই জায়গাতেই উপজেলা আছে। কিছুদিন আগে করা এই ডকুমেন্টারি তে এর অবস্থান চাঁপাই নবাবগঞ্জ বলা হচ্ছে। আপনার সূত্র টি একবার যাঁচাই করবেন কি? NahidHossain (আলাপ) ০৩:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

NahidHossain আমি ডকুমেন্টারি দেখলাম। সেখানে খোজা ডিহির কথা উল্লেখ আছে। ডিহি অর্থ গ্রাম বা মৌজা। তিনি সেটার কথাই ভিডিওতে উল্লেখ করেছেন। কিন্তু আমার তৈরি করা নিবন্ধটি ও যে সূত্র ব্যবহার করেছি সেটা ঢিবি সম্পর্কে। ঢিবি অর্থ উঁচু স্তূপ বিশেষ। আমি যে বইতে পেয়েছি সেখানে এটা ডিহি কথার উল্লেখ নাই। খোজার ডিহি আলাদা হতে পারে। আমার মনে হয় পর্যাপ্ত তথ্য থাকলে সেটা নিয়ে সম্পর্কে নতুন নিবন্ধ তৈরি করা যেতে পারে। Dolon Prova (আলাপ) ১৩:৫৪, ১৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"খোজার ঢিবি" পাতায় ফেরত যান।