আলাপ:খুলাফায়ে রাশেদীন

সাম্প্রতিক মন্তব্য: Hasan.zamil কর্তৃক ১৭ বছর পূর্বে

উমাইয়া,আব্বাসীয় এবং তুর্কী অটোমান সাম্রাজ্যের অধিকর্তাদের ও ইসলামের ইতিহাসে খলিফা হিসেবে গণ্য করতে দেখা গেছে। গণিতের পরিভাষায় খলিফা হচ্ছে সেট আর খুলাফায়ে রাশেদীন তার প্রকৃত উপসেট। বাস্তবিক অর্থে ইতিহাসেও এভাবেই দেখা হয়েছে বিষয়টি কে। তাহলে খলিফা ভুক্তি কে এখানে পুনর্নির্দেশ করা কি ঠিক হলো? --Hasan.zamil ১০:০৩, ১৭ জানুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমরা সিয়া সুন্‌নী ও অন্‌নরা সবাই মহানবী [সঃ] এর উম্‌মত, মহানবী [সঃ] এর সকল সাহাবীদের ভালোবাশি এবং আল্‌লাহর সকল নবী ও রাসূল বাদেˌ দুনিয়ার আর কোন বাদশা ও সধারণ-অসধারণ মানুষেক তাদের সমকক্ষ মানিনা । কারন আমাদের সহী-হাদীসের বই গুলোতেই এই ৪ খলিফাদের বিষেয় ভালো লিখা আছে - [মোঃ শাহিন] ২১:৫৩, ০৬ জানুয়ারী ২০১১

"খুলাফায়ে রাশেদীন" পাতায় ফেরত যান।