খলিফা এবং খিলাফত সম্পাদনা

যিনি খিলাফত পরিচালনা করেন তাকে খলিফা বলা হয়, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। ইসলামের প্রথম খিলাফত হচ্ছে খোলাফায়ে রাশেদিন এর খিলাফত (৬৩২-৬৬১) ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাঃ দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাঃ তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাঃ এবং চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাঃ। খোলাফায়ে রাশেদিন যুগের পর শুরু হয় উমাইয়া খেলাফত (৬৬১-৭৫০) উমাইয়া খেলাফতের অবসানের পর সূচনা হয় আব্বাসীয় খেলাফতের যুগ (৭৫০-১২৫৪) অতঃপর সূচনা হয় অটোমান খেলাফতের (১৫১৭) যা প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত স্থায়ী ছিল, প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পতনের পর ইসলামী খিলাফতেরও অবসান ঘটে। সর্বপ্রথম তুরস্কের প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতা তুর্ক ইসলামি খিলাফতের অবসান ঘটান ৩ মার্চ ১৯২৪ সালে।

"খিলাফত" পাতায় ফেরত যান।