আলাপ:খান/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: Khaled0147 কর্তৃক ৪ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Khaled0147 (আলাপ · অবদান) ১৩:৩১, ২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুত্তীর্ণ "ভালো নিবন্ধ" প্রস্তাবনা

সম্পাদনা

এই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসাবে উত্তীর্ণ হতে পারেনি। আগস্ট ৩ তারিখের পর্যালোচনা অনুযায়ী ভালো নিবন্ধের ছয়টি গুণাবলীর সাথে এই নিবন্ধের অসঙ্গতিগুলো নিচে উল্লেখ করা হল:

১. সুলিখিত?: নিবন্ধে যথেষ্ট ভুল বানান রয়েছে। পরতে (পড়তে), অধিনস্ত, শপ্তদশ, নিতসহ অসংখ্য ভুল বানানে ভরা নিবন্ধটি। এছাড়া ভাষা পরিশীলিত ও সুখপাঠ্য নয়। বাক্যের মূল ভাব বুঝতে বেশ বেগ পেতে হয়।
২. তথ্যগতভাবে নির্ভুল?: পুরো নিবন্ধে মাত্র একটি তথ্যসূত্র দেওয়া হয়েছে। অতএব তথ্য যাচাই করবার সুযোগ বেশ সীমিত।
৩. সঠিক ব্যাপকতা বা ব্যপ্তি?: নিবন্ধটি দৈর্ঘ্যে বড় হলেও অসংখ্য লাল লিংকে ভরা। এছাড়া বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান বা ব্যক্তি সম্পর্কে কোন তথ্য বা অতিরিক্ত নিবন্ধ নেই।
4. নিরপেক্ষতা?: প্রয়োজনীয় তথ্যসূত্র না থাকায় নিবন্ধটির নিরপেক্ষতা যাচাই করা সম্ভব নয়।
৫. নিবন্ধটি স্থিতিশীলতা?: নিবন্ধের স্রষ্টা উইকিপিডিয়ায় অনুপস্থিত, কাজেই নিবন্ধটি স্থিতিশীল।
৬. চিত্র?: নিবন্ধে ছবি অপ্রতুল, মাত্র দুইটি মানচিত্র রয়েছে।

  বিরোধিতা ভালো নিবন্ধ হওয়ার মাপকাঠিতে নিবন্ধটিকে ভালো নিবন্ধের জন্য অনুত্তীর্ণ ঘোষণা করা হল।

উপরে উল্লেখিত ত্রুটিগুলো সংশোধনের পর আপনি পুনরায় প্রস্তাবনা জমা দিতে পারেন। আপনি যদি মনে করেন পর্যালোচনাটি সঠিক হয়নি তবে পূনঃমূল্যায়নের জন্য আবেদন করুন। সর্বোপরি আপনার অবদানের জন্য ধন্যবাদ।— খালেদ (আলাপ) ০৬:৪৪, ৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"খান/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।