আলাপ:খাদিজা মসজিদ

সাম্প্রতিক মন্তব্য: Mahmudul Hasan কর্তৃক ৩ বছর পূর্বে "বিদেশী তথ্যসূত্র সমন্ধে" অনুচ্ছেদে

বিদেশী তথ্যসূত্র সমন্ধে সম্পাদনা

@Mahmudul Hasan: ভাই। আপনার অনুবাদ খুবই সুন্দর হচ্ছে। শুধু আর একটা ব্যপার অনুসরন করলে অনুবাদগুলো পূর্নাঙ্গ হবে। আসলে বাংলা ভাষার উইকিপিডিয়ায় অন্য সমস্ত ভাষার (এককথায় বিদেশী) তথ্যসূত্রগুলো ব্যবহার করার সময় শিরোনামগুলো বাংলায় অনুবাদ করে দেয়াটাই নিয়ম,যদিও নতুন সম্পাদকরা নিয়মিত এই ভূলটা করে।

আপনি যা করতে পারেন সম্পাদনা

আমি জানি যে ইংরেজি শিরোনামগুলো বাংলা করা সবার জন্য ততটা সহয নয় এবং অন্য বিদেশী ভাষার ক্ষেত্রে (যেমন: জার্মান) এটি আরও কঠিন। সেক্ষেত্রে রেফারেন্স এর মধ্যে উল্লেখ করে দেবেন যে এটি কোন ভাষার। বই রেফারেন্সের মধ্যে (<ref> এর ভেতরে) এটা এভাবে দিতে পারেন (জার্মান): |lang=de আর শুধু ইঊ আর এল থাকলে তখন যাষ্ট (জার্মান ভাষায়) লিখে দেবেন। আশা করি ব্যপারটা বুঝাতে পেরেছি।--মহামতি মাসুম (আলাপ) ১৯:১৩, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই, বুঝেছি Mahmudul Hasan (আলাপ) ২০:১৪, ১৭ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"খাদিজা মসজিদ" পাতায় ফেরত যান।