আলাপ:কোকো গডসন

সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১ বছর পূর্বে "ট্যাগ লাগানোর কারণ জানতে চাই" অনুচ্ছেদে

ট্যাগ লাগানোর কারণ জানতে চাই সম্পাদনা

@Moheen:কি কারণে দ্রুত অপসারণের ট্যাগ লাগানো হলো তার ব্যাখ্যা প্রয়োজন। যদি তথ্য কম হয়ে থাকে তাহলে আপনিওতো তথ্য যোগ করে দিতে পারেন। প্রশাসক বলে কি শুধু ট্যাগ লাগানোই আপনার দায়িত্ব? --IqbalHossain (আলাপ) ০৫:১২, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
একজন অভিজ্ঞ উইকিপিডিয়ান হিসাবে আপনি নিয়মিত গণহারে ১/২ লাইনের নিবন্ধ তৈরি করে থাকেন। যিনি নিবন্ধ তৈরি করেন, যথেষ্ঠ পরিমাণ তথ্য (অন্তত ১-২ পরিচ্ছেদ বা ৩০০০+ কিলোবাইট) যোগ করা তার দ্বায়ীত্বের মধ্যেই পড়ে। দয়াকরে যথেষ্ঠ পরিমাণ তথ্য যোগ করে, পরবর্তীতে নতুন নিবন্ধ তৈরি করুন, অথবা খেলাঘরে সম্পাদনা করুন। ট্যাগ লাগানোই জন্য প্রশাসকত্বের প্রয়োজন হয় না। ইতোপূর্বে বিভিন্ন নিবন্ধে ছোট নিবন্ধ ট্যাগ লাগানোর পরও আপনার টনক নড়ে নি, অবশেষে ট্যাগ লাগানো হয়েছে। এই নিবন্ধেতো ট্যাগ লাগানোর পরপই ৩০০০+ কিলোবাইট লেখা যোগ করতে সক্ষম হয়েছেন। অভ্যাসটা সকল নিবন্ধের ক্ষেত্রে বজায় রাখলে উইকিপিডিয়া উপকৃত হবে। ~মহীন (আলাপ) ০৫:২১, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনার টনিকও আমার জানা আছে! --IqbalHossain (আলাপ) ০৫:২৭, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এই নিবন্ধ সম্পর্কে ২০১৫ সালে আপনাকে বার্তা দেয়া হয়েছে, ২০২৩ সালে ট্যাগ লাগানো হয়েছে। আপনি যদি ধরেই নেন যে আপনি নিয়মিত গণহারে ১/২ লাইনের নিবন্ধ তৈরি করে যাবেন আর অন্যরা তা সম্প্রসারণের জন্য খাটবে সেটা Good practice হতে পারে না। এটাকে উদ্দেশ্যমূলকভাবে নিবন্ধ সংখ্যা বৃদ্ধি করা ছাড়া আর কি বলা যায়! ~মহীন (আলাপ) ০৫:৪১, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"কোকো গডসন" পাতায় ফেরত যান।