আলাপ:কূটাভাস
সাম্প্রতিক মন্তব্য: আরাফাত হাসান কর্তৃক ৪ বছর পূর্বে "Paradox এর অধিক গ্রহণযোগ্য পরিভাষা কূটাভাস" অনুচ্ছেদে
এই পাতাটি কূটাভাস নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
Paradox এর অধিক গ্রহণযোগ্য পরিভাষা কূটাভাস
সম্পাদনাইংরেজি Paradox এর অধিকগ্রহণযোগ্য এবং বেশ প্রচলিত পরিভাষা হলো কূটাভাস। Bangla Academy English-Bengali Dictionary তে Paradox এর পরিভাষা কূটাভাস করা হয়েছে এবং ব্যাখ্যা দেয়া হয়েছে যে উক্তি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও সত্যবিবর্জিত নয়।
হেঁয়ালি শব্দও Paradox এর অনুবাদ হতে পারে, তবে তা দ্ব্যর্থবোধকতা তৈরি করতে পারে। বাংলায় ধাঁধা, প্যাচানো কথা, আলো-আধাঁরি কথা অর্থেও হেঁয়ালি ব্যবহৃত হয়।
তাই এই নিবন্ধের শিরোনাম হেঁয়ালির বদলে কূটাভাস করছি।