আলাপ:কানের খৈল

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ১৩ বছর পূর্বে "দুটি নিবন্ধ একীকরণ প্রয়োজন" অনুচ্ছেদে

খোল নাকি খৈল? সম্পাদনা

সবখানে তো সম্ভবত খৈল বা খইল লিখতে দেখি। --রাগিব (আলাপ | অবদান) ০৫:২৬, ৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

দুটি নিবন্ধ একীকরণ প্রয়োজন সম্পাদনা

কানের খইল বিষয়ে দুটি নিবন্ধ হয়ে গেছে। একটি কানের খইল এবং দ্বিতীয়টি কানের খৈল। ভিন্নরূপ বানান রীতির কারণেই এই সমস্যা। সংস্কৃত 'খলি' শব্দ থেকে উদ্ভূত উভয় বানানই অভিধান-সিদ্ধ, যদিও 'খইল' অধিকতর ব্যবহৃত। এ দুটি নিবন্ধ একীকরণ আবশ্যক। আমি 'খইল' শব্দটি ব্যবহারের পক্ষে। Faizul Latif Chowdhury (আলাপ) ০১:২৯, ২৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

"কানের খৈল" পাতায় ফেরত যান।