আলাপ:কানু বন্দ্যোপাধ্যায়

সাম্প্রতিক মন্তব্য: Nahian Anmun কর্তৃক ৫ বছর পূর্বে "কর্মজীবন" অনুচ্ছেদে

কর্মজীবন সম্পাদনা

১৯২৮-এ নির্বাক ‘দুর্গেশনন্দিনী’ দিয়ে ছবিতে অভিনয় শুরু করেন কানু বন্দ্যোপাধ্যায়, আশির দশকের গোড়া অবধি অভিনয় করেছেন। কানু বন্দ্যোপাধ্যায় অভিনীত একটি বিশিষ্ট হিন্দি ছবি বিপ্লব রায়চৌধুরীর ‘শোধ’। তিরিশ থেকে সত্তর অবধি দাপটে অভিনয় করে গিয়েছেন মঞ্চে, এমনকী বেতার-নাটকেও।

পথের পাঁচালীঅপরাজিত ছবিতে হরিহর রায় উনার উল্লেখযোগ্য চরিত্র।

'সাধক হিসেবে অভিনয়-কর্মকে নিয়েছিলেন বলেই সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছেন এবং অসাধারণ দক্ষতায় প্রকাশ করেছেন সাধারণ মানুষের জীবন।’ Nahian Anmun (আলাপ) ১৪:৫৬, ৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"কানু বন্দ্যোপাধ্যায়" পাতায় ফেরত যান।