আলাপ:কাজী নুরুজ্জামান

সাম্প্রতিক মন্তব্য: Nhasive কর্তৃক ১২ বছর পূর্বে "একত্রিত করা হোক" অনুচ্ছেদে

একত্রিত করা হোক সম্পাদনা

কাজী নূরুজ্জামান এবং কাজী নুরুজ্জামান নামে দুটি আলাদা নিবন্ধ রয়েছে। নিবন্ধদুটির তথ্য পড়ে আমার মনে হয়েছে এদুইটি একটি ব্যাক্তি এবং বিষয়ে লেখা হয়েছে শুধুমাত্র বানান ভুলের কারণে আলাদা নামে নিবন্ধ হয়েছে। তাই কাজী নুরুজ্জামান নিবন্ধের তথ্যসমূহ কাজী নূরুজ্জামান সংযোজন করে খালি পাতাটি মূল নিবন্ধ পাতায় রিডাইরেক্ট করে দেয়া যেতে পারে। ---- নাসির খান সৈকতআলাপ ১৭:৩৮, ৭ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

কাজী নূরুজ্জামান বানানটি সঠিক। কারণ বাংলাদেশের অধিকাংশ জাতীয় সংবাদপত্রে(প্রথমআলো, দৈনিক কালেরকন্ঠ, দৈনিক জনকন্ঠ, সমকাল, দৈনিক আমার দেশ ) এই বানানটি ব্যবহার করা হয়েছে। যদিও দুই একটি পত্রিকাতে অন্য বানানে লেখা হয়েছে। -- নাসির খান সৈকতআলাপ ১৮:২৬, ৭ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
একমত। -- অয়ন (আলাপ) ০৫:০২, ২৬ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সহমত। -- নুরুন্নবী হাছিব (আলাপ) ১০:০৮, ১৫ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
"কাজী নুরুজ্জামান" পাতায় ফেরত যান।