আজকের প্রথম আলো পত্রিকার মান্না দে-র সাক্ষাৎকার বেরিয়েছে। তিনি বলছেন কফি হাউজ নিয়ে গান গেলেও তিনি নাকি জীবনে সেখানে যাননি। --অর্ণব (আলাপ | অবদান) ০২:০৯, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন


কফি হাউস (কলকাতা) সম্পাদনা

যদি 'প্রথম আলো' নামের পত্রিকায় মান্না দে-র সাক্ষাৎকার বেরিয়ে থাকে ও সেখানে বলে থাকেন যে তিনি জীবনে কফি হাউসে যাননি তাহলে কফি হাউস (কলকাতা) নিবন্ধ থেকে ওনার আড্ডা দেওয়ার কথাটা সরিয়ে দেওয়াই উচিৎ। আমি নিজে কলেজ স্ট্রিট-এর কফি হাউসে ৮ - ১০ বছর আড্ডা মেরেছি, অনেক প্রখ্যাত লেখক, সাহিত্যিক, নাট্যবিদের নিজের চোখে কফি হাউসে আড্ডা মারতে দেখেছি, তবে মান্না দে-কে কফি হাউসে যেতে না দেখলেও ওনাকে কফি হাউসের কাছে বিধান সরণির সোনার গয়নার দোকানে কেনাকাটা কোরতে দেখেছি। উনি নিজে বিধান সরণির হেদুয়ার কাছে থাকতেন। কয়েক বছর আগে ওনাকে দেখলাম বাঙ্গালোর বিমানবন্দরে একা একা একটা ব্যাগ টানতে টানতে ঢূকছেন - এই বয়সেও ওনার সবল চলার ভংগী দেখে সত্যিই অবাক হয়েযেতে হল। যাকগে, সাক্ষাৎকারের কথা অনুযায়ী, কফি হাউস (কলকাতা) নিবন্ধটি-কে, পুনঃসম্পাদনা করলাম।

- সৌমেন্দ্র নাথ ঠাকুর ২৩:১১, ২৬ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

পলাশীর পরে প্রথম কফি হাউস সম্পাদনা

কফি হাউস বা ইন্ডিয়ান কফি হাউসঃ উত্তর কলকাতার কলেজ স্ট্রিট চত্তরে কফি হাউসটি অবস্থিত। পলাশীর যুদ্ধের পরে - ভারতের প্রথম কফি হাউস হিসাবে<ref name="Indian_filter_coffee"> ''Indian filter coffee'', English Wikipedia: http://en.wikipedia.org/wiki/Indian_filter_coffee </ref>

যাচাইযোগ্য তথ্যসূত্র প্রয়োজন। আর ইংরেজি উইকিতে এ তথ্যের সূত্রেরই কোন ভিত্তি নাই কারণ তা মূল তথ্যসূত্র দেওয়া নাই। তাই ইংরেজি উইকিপিডিয়ার রেফারেন্স ভিত্তিহীন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন


কলেজ স্ট্রিট কফি হাউস (কলকাতা) নিবন্ধটিকে, কফি হাউস, কলেজ স্ট্রিট (কলকাতা) পাতায় স্থানান্তকরন সম্পাদনা

প্রিয়, অয়ন আলোচনা,

প্রাসঙ্গিক নিবন্ধটির ইতিহাস দেখলে দেখা যাবে যে, ০৭:২৭, ২১ ফেব্রুয়ারি ২০০৮‎ তারিখে নিবন্ধটি প্রথম শুরু করার সময়ে নাম দেওয়া হয়েছিল কফি হাউস কলেজ স্ট্রিট, অর্থাৎ কলেজ স্ট্রিট কথাটা নিবন্ধটির নামে ছিল, কিন্তু সে সময়ে ঐ নাম প্রসঙ্গে বিতর্ক হওয়ায় পরবর্তী কালে নিবন্ধটির নাম পরিবর্তন করে কফি হাউস (কলকাতা) নাম রাখা হয়।

এমতবস্থায়, আপনি প্রসঙ্গ রেখেছেন যে নিবন্ধটির নামে কলেজ স্ট্রিট কথাটা থাকা জরুরি কেননা স্থানটি কলেজ স্ট্রিট কফি হাউস নামে বেশি পরিচিত, সেমত আপনি নিবন্ধটির নাম পরিবর্তন করে কলেজ স্ট্রিট কফি হাউস (কলকাতা) নামের পাতায় স্থানান্তর করেছেন । এক্ষেত্রে নিবন্ধটির নাম-করন কফি হাউস, কলেজ স্ট্রিট (কলকাতা) হলে সমস্ত অবস্থা আরও বেশি প্রাসঙ্গিক হয়।

উপরিউক্ত যুক্তি অনুযায়ী নিবন্ধটির নাম পরিবর্তন করে কফি হাউস, কলেজ স্ট্রিট (কলকাতা) নামক পাতায় স্থানান্তর করলাম।

প্রাসঙ্গিক নিবন্ধটির ইতিহাসের পাতা কফি হাউস, কলেজ স্ট্রিট (কলকাতা) পাতার merge করার অনুরোধ রাখলাম।

Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ০৮:০৮, ১৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"কলেজ স্ট্রিট কফি হাউস (কলকাতা)" পাতায় ফেরত যান।