আলাপ:ওলিইক অ্যাসিড

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম সম্পর্কে" অনুচ্ছেদে

শিরোনাম সম্পর্কে

সম্পাদনা

Oleic শব্দের সঠিক ইংরেজি উচ্চারণ হল "ওলিইক" কিংবা "ওলেইক" (মেরিয়াম-ওয়েবস্টার অভিধানে উচ্চারণ শুনে নিন)। "অলিক" সঠিক ইংরেজি উচ্চারণভিত্তিক প্রতিবর্ণীকরণ নয়। ইংরেজিভাষী বিশ্বের কোথাও একে "অলিক" উচ্চারণ করা হয় না, যদি না কেউ অজ্ঞতাবশত করে থাকে। উইকিপিডিয়াতে বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণ মানসম্মত করতে হলে সঠিক উচ্চারণের উপর ভিত্তি করে প্রতিবর্ণীকরণ করা উচিত। - অর্ণব (আলাপ | অবদান) ০৭:০৬, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আরও একটি তথ্যসূত্র হল সংসদ রসায়ন বিজ্ঞানের পরিভাষা। সেখানে ৯৫ নং পৃষ্ঠাতে লেখা আছে Oleic - ওলিক এবং Oleic acid - ওলিক অ্যাসিড। অর্থাৎ "ও" দিয়ে প্রতিবর্ণীকরণ করা হয়েছে, "অ" নয়। তারপরেও পুরোপুরি সঠিক উচ্চারণভিত্তিক প্রতিবর্ণীকরণ হয়নি।

আমি আপাতত "ওলিইক অ্যাসিড" শিরোনামে পুনঃস্থানান্তর করে দিয়েছি। তবে "ওলিক অ্যাসিড" হলেও আমার তেমন আপত্তি নেই। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:১৪, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"ওলিইক অ্যাসিড" পাতায় ফেরত যান।