আলাপ:ওরা প্রধানমন্ত্রীর লোক

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৩ বছর পূর্বে "নিবন্ধ হালনাগাদ রাখা" অনুচ্ছেদে

নিবন্ধ হালনাগাদ রাখা সম্পাদনা

@Owais Al Qarni: ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিবন্ধটি তৈরির জন্য। তবে ইতোমধ্যে এই প্রতিবেদন নিয়ে আলোচনা-সমালোচনায় বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেগুলোতে নজর করার অনুরোধ করছি। — Meghmollar2017আলাপ০৭:১১, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চঃ নিবন্ধের চিত্রটির বাংলা সংস্করণ আপলোড করেছি AJ Investigates এর ইউটিউব চ্যানেল থেকে। শুভকামনায় — Meghmollar2017আলাপ০৭:১১, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 এবং Owais Al Qarni:, আমি ইংরেজি উইকিতে নিবন্ধটির ড্রাফট তৈরি করে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যেই পারেন দয়া করে স্থানান্তর করে দিবেন। 103.67.157.155 (আলাপ) ১৬:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। কিন্তু একজন নিষিদ্ধ ব্যবহারকারীর সকের অধীনে কাজ করতে পারব না বলে দুঃখিত। ইংরেজিতে অনেক অবদানকারী রয়েছেন, বাংলা উইকিপিডিয়া থেকে “চুক্তি” করে নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। — Meghmollar2017আলাপ১৬:২০, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017: আচ্ছা। তবে সামি ছদ্মনামের পাশে পূর্ণনাম যোগ করা হয়েছে। আমি যোগ করতে গিয়েও করি নি। কারণ ওই ব্যক্তির নাম রিপোর্টে গোপন রাখা হয়েছিল। তাই বর্তমান পূর্ণনামটিই যে প্রামাণ্যচিত্রের সামি তার নিশ্চয়তা কী? সেনা দপ্তরের দাবি মিথ্যাও তো হতে পারে! - ওয়াইস আলাপ ১৭:০২, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: হতে পারে, তবে এইরকম ক্ষেত্রে এরকম মিথ্যা পরিচয় দেবে বলে মনে হয় না। ব্যক্তির নাম ইতোমধ্যে অনেকে সেনা দপ্তরের কল্যাণে জেনে গেছেন। ব্যক্তির পরিচয় প্রতিবেদনের সমালোচনায় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। সেই ভেবে যুক্ত করেছি। তবে উইকিপিডিয়ায় ব্যক্তির গোপনীয়তা নীতি কী বলে, সেটা সঠিক জানা নেই। তবে, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যথার্থতা আর নির্ভরযোগ্যতা প্রধান। বাকিটা (বিচার-বিশ্লেষণ) আমাদের হাতে নেই। আমি আরেকটু খোঁজ নিয়ে আপনাকে জানাব। আমি বাংলাদেশের বাইরের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের খোঁজ করছি। শুভেচ্ছান্তে — Meghmollar2017আলাপ১৭:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"ওরা প্রধানমন্ত্রীর লোক" পাতায় ফেরত যান।