আলাপ:এমিরেট্‌স এয়ারলাইন

সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৩ বছর পূর্বে "নিবন্ধ শিরোনাম" অনুচ্ছেদে

নিবন্ধ শিরোনাম সম্পাদনা

ইংরেজিতে যদিও আমরা "এমিরেট্‌স" বলে চিনি, কিন্তু মূল আরবিতে কিন্তু তারা "ইমারাত" বলে থাকে। সেক্ষেত্রে সেই পুরোন বিতর্ক: আমরা কি মূল উচ্চারণে রাখবো? নাকি প্রচলিত, পরিচিত উচ্চারণেই রাখবো? আর প্রচলিত, পরিচিত -এই শব্দগুলো আপেক্ষিক। তাহলে কী করণীয়? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:০৪, ১৪ অক্টোবর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু ব্যক্তি নাম নয়, তাই প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে প্রচলিত উচ্চারণ রীতি অনুসরণের পক্ষেই মত দেবো। প্রচলিত, ও পরিচিত শব্দগুলো আপেক্ষিক তো বটেই, তবে এই আপেক্ষিকতার বিচার হওয়া উচিত বাংলা ভাষার দিক থেকে। — তানভিরআলাপ০৮:১৩, ১৪ অক্টোবর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
"এমিরেট্‌স এয়ারলাইন" পাতায় ফেরত যান।