আলাপ:একাডেমি পুরস্কার

সাম্প্রতিক মন্তব্য: Muhammad কর্তৃক ১০ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

বিদেশী শব্দে কি ঈ কার হয়? আমি কিঞ্চিত অনিশ্চিত।মনে হয় একাডেমি হবার কথা। --Hasan.zamil ১৫:৫২, ৬ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

পুর্ননির্দেশ সম্পাদনা

অষ্কার এখানে রিডিরেক্ট হয়েছে। যেহেতু অস্কার বিদেশী শব্দ এবং এতে S আছে তাই হওয়ার কথা নয়, এটা অস্কার-ই, অর্থাৎ হবার কথা।--তানভির (আলাপ | অবদান) ২০:১১, ৭ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

রিডাইরেক্ট গুলো নিবন্ধ নেমস্পেসের অংশ না। সাধারণত বিভিন্ন শব্দের সম্ভাব্য ভুল বানানকে আসল ভুক্তিতে রিডাইরেক্ট করে দেই, যাতে করে সার্চ করে বা এখানে সরাসরি এসে খোঁজার সময়ে ভুল বানান লিখলেও আসল ভুক্তিতে যায়। এজন্যই অষ্কার ভুল বানান হলেও তা লিখলে যাতে কেউ আসল ভুক্তিতে যান, সেজন্য রিডাইরেক্টটি বানিয়েছি। রিডাইরেক্ট বানাতে সমস্যা নেই, কোনো স্ট্যাটিস্টিক্সেও এর প্রভাব নেই। --রাগিব (আলাপ | অবদান) ২০:৩৩, ৭ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের নাম সম্পাদনা

আমি এটাকে "অ্যাকাডেমি অ্যাওয়ার্ড" এ সরিয়ে নেয়ার প্রস্তাব করছি। কারণ প্রথমত, "এ"-র বদলে "অ্যা"-কে উৎসাহিত করা হয় (যদিও "বাংলা একাডেমী" আলাদা) এবং দ্বিতীয়ত, নামের অনুবাদ না করাকেই বোধহয় উইকিতে উৎসাহিত করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পালমে দোর-কে স্বর্ণপত্র, বা গোল্ডেন লায়ন-কে স্বর্ণসিংহ বলতে হবে। আরও সমস্যা হচ্ছে পুরস্কারের ইংরেজি "প্রাইজ", "অ্যাওয়ার্ড" যে কোনটি হতে পারে, সেটা ব্যাপারটাকে সুনির্দিষ্ট করে না। -- মুহাম্মদ (আলাপ) ১২:৪৩, ২৩ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"একাডেমি পুরস্কার" পাতায় ফেরত যান।