আলাপ:উপযোগ

সাম্প্রতিক মন্তব্য: Kazi Tabassum Rehnuma Samanta কর্তৃক ১ বছর পূর্বে "উপযোগ" অনুচ্ছেদে

উপযোগ সম্পাদনা

সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের প্রয়োজনীয়তাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটির বিশেষ অর্থ বহন করে। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা দেয়। দ্রব্য বা সেবা যা-ই হোক না কেন তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে। যেমন—খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগবিশিষ্ট। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে, বস্ত্র লজ্জা নিবারণ করে, কাগজ আমাদের যাবতীয় লেখার জন্য ব্যবহার করা হয়। অর্থনীতিতে উপযোগ ধারণার সঙ্গে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। উপযোগের বৈশিষ্ট্য- ১.উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। ২. এটি একটি মানসিক অনুভূতি যা কোনো দ্রব্য বা সেবার কাছ থেকে ভোগ করা যায়। ৩.উপযোগ বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে। ৪.উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। ৫.উপযোগের ক্ষেত্রে কম-বেশির প্রবণতা দেখা যায়। Kazi Tabassum Rehnuma Samanta (আলাপ) ১৯:১০, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"উপযোগ" পাতায় ফেরত যান।