আলাপ:উইলিয়াম পি. মারফি

সাম্প্রতিক মন্তব্য: Subrata Roy কর্তৃক ১১ বছর পূর্বে "নিবন্ধের নামকরণ" অনুচ্ছেদে

নিবন্ধের নামকরণ

সম্পাদনা

মার্ফির তুলনায় মারফি বেশী হলেও যদি উইলিয়াম মার্ফি হয়, তাহলে বিশুদ্ধতা হবে এবং এটিই নিয়ম! আর, উইলিয়াম পি. মারফি রি-ডাইরেক্ট করা প্রয়োজন, পাশাপাশি উইলিয়াম মারফি-ও। এ ব্যাপারে নিবন্ধ প্রণেতা জনাব আদিবের দৃষ্টি আকর্ষণ করছি। - সুব্রত রায় (আলাপ) ১৬:৪৯, ২২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"উইলিয়াম পি. মারফি" পাতায় ফেরত যান।