আলাপ:ইয়ান ম্যাকইউয়ান

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৫ বছর পূর্বে
উইকিপ্রকল্প সাহিত্য
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সাহিত্যের অংশ, যা উইকিপিডিয়ায় সাহিত্য সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

নামের উচ্চারণ নিয়ে সন্দেহ আছে। প্রতিবর্ণীকরণ বোধহয় এমন হবে না। কেউ মন্তব্য করুন। -- মুহাম্মদ ১৬:২২, ২৪ জুলাই ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

প্রতিবর্ণীকরণ মোটামুটি ঠিকই আছে। শেষের হসন্তটা না দিলেও চলে। ইংরেজি বানানের আদলে ম্যাক্‌ইউয়ান আলাদা করে না লিখে ম্যাকিউয়ান-ও লেখা যায়, তাহলে উচ্চারণের flowটা ধরা যাবে। Peripatetic কোথায় গেলেন কে জানে? --অর্ণব (আলাপ | অবদান) ০৩:০৩, ২৫ জুলাই ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
Peripatetic ইদানিং অনলাইনে অন্য বাংলা মাধ্যমে ব্যস্ত, তাই উইকিপিডিয়াতে আসতে পারছেন না বলে জানিয়েছেন। দেখি, উনাকে ধরে বেঁধে আবার যদি নিয়ে আসা যায়! --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪৩, ২৫ জুলাই ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
"ইয়ান ম্যাকইউয়ান" পাতায় ফেরত যান।