আলাপ:আহসান হাবীব (কবি)

সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ১ মাস আগে "জন্ম তারিখ" অনুচ্ছেদে

দ্ব্যার্থতা নিরসনের কি কোন প্রয়োজন ছিল। আহসান হাবীব নামে অন্য কোন দেশে কি কবি আছে??--বেলায়েত ১৭:১৯, ২২ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

সম্ভবতঃ কার্টুনিস্ট আহসান হাবীব এর কথা মাথায় রেখে......--রাজিবুল ১৭:৩৭, ২২ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

জন্ম তারিখ সম্পাদনা

@আফতাবুজ্জামান, @MdsShakil ভাই, উনার জন্ম তারিখ বাংলাপিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেওয়া ২ ফেব্রুয়ারি। এটা দেখুন

আবার শিক্ষক বাতায়ন, প্রথম আলো, যুগান্তর সহ বিভিন্ন জায়গায় দেওয়া ২ জানুয়ারি। , , , এগুলো দেখুন। এমনকি রকমারিতেও ২ জানুয়ারি দেওয়া।

এক্ষেত্রে আমরা কোনটাকে সঠিক হিসেবে নেবো? এখানে একজন ২ জানুয়ারি পরিবর্তন করে ২ ফেব্রুয়ারি করেছিলেন, আমি তার সম্পাদনাটা বাতিল করে এখন কনফিউজড যে কোনটা সঠিক। Ahmed Reza Khan (আলাপ) ১৬:৪২, ১১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Ahmed Reza Khan আমি বলছিনা জে ইংরেজি উইকি শতভাগ সঠিক তবুও দেখুন ইংরেজি উইকিতে 2 january দেয়া তাই আমার মনে হয় 2 january সঠিক R1F4T আলাপ ১৬:৫৪, ১১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Rifat008 আমিও ইংরেজি উইকিপিডিয়ায় জন্ম তারিখ দেখে সম্পাদনাটা বাতিল করেছিলাম। কিন্তু ইংরেজি উইকিপিডিয়ায় বাংলাপিডিয়ার তথ্যসূত্র দেওয়া। বাংলাপিডিয়ায় লেখা ২ ফেব্রুয়ারি। উপরে আমি যুগান্তরের লিংক দিয়েছি যে তারা ২ জানুয়ারি লিখেছে। আবার অন্য নিউজে যুগান্তর লিখেছে ২ ফেব্রুয়ারি। এটা দেখুন যুগান্তর নিউজটা ২ জানুয়ারি পাবলিশ করেছিল, কিন্তু ভেতরে লেখা ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ইনকিলাবও লিখেছে ২ ফেব্রুয়ারি। এটা দেখুনAhmed Reza Khan (আলাপ) ১৭:০১, ১১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ahmed Reza Khan বাংলাপিডিয়া অনুসারণ করুন, শিক্ষক বাতায়ন কপি পেস্ট ওয়েবসাইট। —শাকিল (আলাপ · অবদান) ১৭:০৯, ১১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"আহসান হাবীব (কবি)" পাতায় ফেরত যান।