প্রথম লাইনে 'ব্যবহার' পরিবর্তন করে 'আহার' করার যৌক্তিকতা বুঝলাম না। এরকম অনেক মাদক দ্রব্যই রয়েছে যা আহার করা হয় না, বরং একটু কঠোর নজরে দেখলে মদ পান করা হয়, তামাকের ধুমপান করা হয় এবং অনান্য মাদক সেবন করা হয়।

"আসক্তি" পাতায় ফেরত যান।